শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেবাচিমের বৈদ্যুতিক ভল্টে এখনও ইস্ট পাকিস্তানের নাম!

খোকন আহম্মেদ হীরা : স্বাধীনতার ৪৮ বছর পরেও দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসালয় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের বৈদ্যুতিক ভল্টে এখনও শোভা পাচ্ছে ইস্ট পাকিস্তান সরকারের নাম। বিষয়টি নজরে আসার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালে মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে চিকিৎসা করাতে আসা কলেজ ছাত্র সুমন মীরের।

ঘৃণা প্রকাশ করে উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রামের মুক্তিযোদ্ধা মীর আব্দুল মজিদের পুত্র সুমন বলেন, যতোদিন এটি সঠিক ভাবে সংস্কার করা না হবে ততদিন আমি ও আমার পরিবার এ হাসপাতালে আর চিকিৎসা সেবা নিতে আসবো না।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের অধিকাংশ বৈদ্যুতিক ভল্টে ইস্ট পাকিস্তান সরকারের নাম লেখা রয়েছে। ২/১টি বৈদ্যুতিক ভল্টে ইস্ট পাকিস্তান সরকারের নাম না মুছে উল্টো নামের উপর সাদা ও কালো কসটেপ মেরে দেওয়া হয়েছে।

মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহজাহান হাওলাদার বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। হাসপাতালের বৈদ্যুতিক ভল্টে ইস্ট পাকিস্তানের নাম থাকা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য খুবই কষ্টের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিত্বে বৈদ্যুতিক ভল্টে ইস্ট পাকিস্তানের নাম মুছে ফেলে সেখানে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নাম যুক্ত করবে তিনি এমনটাই আশা করছেন।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা: মো. বাকির হোসেন বলেন, বৈদ্যুতিক ভল্টের অনেক স্থানেই ইস্ট পাকিস্তানের নাম লেখা ছিল যা মুছে ফেলা হয়েছে। এরপরেও খুঁজে খুঁজে বাকি যে বৈদ্যুতিক ভল্টে ইস্ট পাকিস্তান সরকারের নাম লেখা রয়েছে তা ঘষে-মেজে মুছে ফেলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়