শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে মৃত্যুর হার বেড়ে যাওয়ার দায় এড়াতে পারবে না সরকার, বিশেষজ্ঞদের মত

হ্যাপি আক্তার: সরকারের নানা পদক্ষেপ ও আশ্বাসের পরেও সড়কে প্রতিদিন মৃত্যুর খবরে বেড়েই চলেছে লাশের সংখ্য। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ প্রশিক্ষণ ও আইনের প্রয়োগ না থাকায় মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়া হচ্ছে। এর দায় এড়াতে পারে না সরকার। নিউজ টোয়েন্টিফোর।

সড়ক ও মহাসড়কে প্রতিদিন মৃত্যু ঘটছে। তবুও যেন নির্বিকার সকলেই। সরকারি হিসেবে ২০১৬ সালে সড়কে মারা যায় ২ হাজার ৩৭৬জন। বুয়েটের সড়ক দুর্ঘটনার ইনস্টিটিটিউটের হিসেবে ২০১৭ সালে এর সংখ্যা বেড়ে হয় ৩ হাজার ৬৭২ জন। ১৯৯৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সড়কে হতাহত হয়েছেন ৪৬ হাজার ৮৬জন। যার ৩৮ শতাংশই বাস দুর্ঘটনার জন্য।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, এই দুর্ঘটনার জন্য দায়ী তারা, যারা এই দায়িত্বে রয়েছেন। তারা কেন দায়িত্বে অবহেলা করছেন তার জন্য তাদেরকে জবাদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তার সাথে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্তা করতে হবে।

বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুল নেওয়াজ বলেছেন, একজন চালককে সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারছি না। যার কারণে সে আগের মেধা নিয়েই সে গাড়ি চালাচ্ছে। যার কারণে দুর্ঘটনা ঘটছে।

বিআরটিএ’র তথ্য মতে দেশে প্রায় ১৮ লাখ যানবাহন চলছেন ভুয়া চালক দিয়ে আর সারা দেশে ফিটনেসবিহীন গাড়ি চলছে প্রায় ৫ লাখ।
বিশেষজ্ঞরা বলছেন, দুই লেন থেকে চার লেন মহাসড়ক করলেই হবে না। চালকদের প্রশিক্ষিত করার পাশাপাশি নিয়ম মানায় বাধ্য করতে হবে। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়