শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৯তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে দিনাজপুর

স্পোর্টস ডেস্ক : ৩৯ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে উত্তরের জেলা দিনাজপুর। ফাইনালে ময়মনসিংহ জেলাকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপা ঘরে তোলে তারা।

বুধবার (২৭ মার্চ) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বড় পুঁজি গড়তে পারেনি ময়মনসিংহ। ৫০ ওভারে ম্যাচে ৩৮.৪ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন জাতীয় দলের তারকা মোসাদ্দেক হোসেন। কাওসার হোসেন ফাহিমের ব্যাট থেকে আসে ২১ রান, সাইদুর রহমান সাদ করেন ১৯। দিনাজপুরের হয়ে আশরাফুল আফরোজ ও নবীন ইসলাম ২ টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দিনাজপুরের রান তাড়া খুব সহজ হয়নি। তবে পাঁচে নামা অধিনায়ক আরিফ রেজার ৪৬ রানের ইনিংস দলকে এগিয়ে নেয় জয়ের পথে। এছাড়াও প্রত্যয় কুণ্ডু করেন ১৭ রান। তাদের ব্যাটে ২৯.২ ওভারে ৬ উইকেট হাতে রেখে জিতে যায় দিনাজপুর। ময়মনসিংহের গাজী সোহেল নেন ২৫ রানে ৩ উইকেট।

বোলিংয়ে ২৪ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৫৪ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেন দিনাজপুর জেলার অধিনায়ক আরিফ রেজা। অন্যদিকে ব্যাট হাতে ১৫৪ রান এবং বল হাতে ৯ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন ময়মনসিংহের আসাদুজ্জামান প্রিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়