শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০৭:৪০ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশবাড়ীতে গ্রীন ফিল্ড ইন্টাঃ স্কুল এন্ড কলেজেবার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ ‘শিক্ষায় নতুন ধারার উন্মোচন’ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী সদরের মনোরম পরিবেশে আধুনিক মান ও আভিজাত্যের ছোঁয়ায় ‘গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের’ আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া, নাটিকা, বিতর্ক প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ রামদেব সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুন্নবী প্রধান সবুজ। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন ও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান। আমন্ত্রিত অতিথি’র মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন ও অত্র প্রতিষ্ঠান উপাধ্যক্ষ মাহফুজ সিদ্দিক টিপু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠান শিক্ষক কামরুল ইসলাম, তাজনুফা মেলোডি ও মুজাহিদ আনোয়ার রিন্টু। পরে ক্রীড়া ও বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়