শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে জাতি মরার জন্য প্রস্তুত, তাকে কে বাঁচাবে, প্রশ্ন স্থপতি ইকবাল হাবিবের

কেএম নাহিদ : বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, আদি ঢাকা এবং এই ঢাকার মানুষের চরিত্রের কোনো পার্থক্য নেই, সরকারি সংস্থার দায়হীনতার চরিত্রগত কেনো পার্থক্য নাই, আমাদের নিজেদেরও দায়বদ্ধতার চরিত্রগত কেনো পার্থক্য নাই, বিধায় এই সমস্ত দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বাড়ছে, আমাদের কিছু করার থাকছে না। বৃহস্পতিবার ডিবিসি টেলিভিশনের ‘রাজকাহন’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই ভবনের নকশাটা আমি দেখেছি, পুরো পরিকল্পনার মধ্যে অগ্নিকাণ্ডের জন্য ব্যবহৃত একটা জায়গায়, যেখানে লিফর্ট এবং পাশেই নরমাল সিঁড়ি সব একাকার। কেনো সমন্বয় নেই। ২২ তলা ভবনে পানি রিজার্ভ রাখার কথা থাকলেও এরকম কিছু ছিলো না। এসব দেখার কথা যাদের তাদের দোষ দিয়ে আর কি হবে। এরকম একটি ঘটনা হবে, আর এর ওর দোষ দিয়ে আর কতো পার পাবো।

তিনি বলেন, ২০০৮ সালে ভবন নির্মাণের জন্য অকুপেসন সার্টিফেকেট নেয়ার জন্য সিটি করপোরেশনকে তাগিদ দেই। অবাক হয়ে যাই, এখন পযন্ত মাত্র ৮ টি ভবন এই সার্টিফিকেট নিলো।

তিনি আরো বলেন, তাজরিন গারমেন্টর্সে আগুন লাগার পর যখন বিদেশীদের চাপে ফ্যাক্টরিগুলোর শ্রমিক কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করার কথা বলে, আমরা বলেছিলাম ‘অ্যাকর্ড এল্যায়েন্স’র দরকার নেই। তারপর ‘অ্যাকর্ড এল্যায়েন্স’ চাপে ফ্যাক্টরিগুলোতে একটা পরিবেশ এখন দেখছি।

তারা যদি বিদেশীদের কথায় অথবা চাপে ঠিত হতে পারে, তবে আমরা কেনো পারেবো না। মানুষের নিজেদের প্রাণের মায়া কী আমাদের নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়