শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজ আবিরের মরদেহ উদ্ধার

মো. তৌহিদ এলাহী : আজ রাজধানীর বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ হন তানজির সিদ্দিক আবীর । দিনভর চেষ্টার পর রাত ১০ টায় ভবনের ১৬ তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। তার ছোট চাচা মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান মরদেহ কুর্মিটোলা হাসপাতালের মর্গে রয়েছে। আবীর লালমনিরহাটের পাটগ্রামের আবু বকর সিদ্দিক বাচ্ছুর ছেলে।

তার চাচা সাংবাদিক শিমুল রহমান জানান, আবীর এফ আর টাওয়ারের ১৪ তলায় মিকা সিকিউরিটিস লি. কোম্পানিতে কর্মরত ছিল । আগুন লাগার পর পর তার সঙ্গে ফোনে কথা হয়। তখন আবীর জানান- তিনি ভালো আছে । কিন্তু এরপর থেকে আবীরের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিলো।

তিনি আরও জানান, আগুন লাগার পর অফিস থেকে আবীরের সহকর্মীরা বের হয়ে গেছেন। কিন্তু আবীরকে পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি), মোটরসাইকেল ইউনিট, ৫টি হেলিকপ্টার ও সেনাবাহিনীসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধারকাজে অংশ নেয়। বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ধোঁয়া বের হচ্ছে ভবনটি থেকে।

রাত ৮টা ৩১ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত ও ৭০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

সূত্র জানায়, ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।

উদ্ধার করা হয়েছে শতাধিক মানুষকে। তাদের কুর্মিটোলা ও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়