শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০৪:১৯ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুর জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ণ বান্দরবান জেলা

মাহফুজ নান্টু : চট্টগ্রাম রেঞ্জ আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগীতায় বান্দরবান জেলা ৫৯- ২৪ পয়েন্ট ব্যবধানে চাঁদপুর জেলা দলকে হারিয়ে আইজিপি কাবাডি চ্যাম্পিয়নশীপে টূর্ণামেন্টে বিজয়ী হওয়ার গৌরব অর্জণ করে। আজ বেলা সাড়ে চারটায় কুমিল্লা পুলিশ লাইন্সে আয়োজিত কাবাডি টূর্নামেন্টে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার মো. গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম।

কুমিল্লা জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর,বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ও চাঁদপুর জেলা পুলিশের পক্ষে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন।
খেলা শুরুর আগে বেলুন ও শান্তির প্রতীক শ্বেত পায়রা উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে খেলোয়াড়দের পরিচয়পর্ব শেষে খেলা শুরু হয়।

নির্ধারিত ৪০ মিনিটের খেলায় বান্দরবান জেলা ৫৯ পয়েন্ট এবং চাঁদপুর জেলা ২৪ পয়েন্ট অর্জণ করে। খেলায় শেষের দিকে কিছুটা প্রতিদ্বন্ধিতা তৈরী করতে পারলেও খেলার প্রথম থেকেই বান্দরবান জেলা কৌশলগত অবস্থান থেকে পয়েন্ট অর্জনে এগিয়ে থাকে। বেলা যতই গড়িয়েছে পয়েন্ট ব্যবধান ততই তৈরী করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে বান্দরবান জেলা দল।

খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মাঝে ট্রফি বিতরণ শেষে প্রধান অতিথি কাবাডি খেলা নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় কাবাডি খেলায় বাংলাদেশের খেলোয়াড়দের ভবিষ্যতে আরো ভালো খেলার সম্ভাবনা ব্যক্ত করে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। কুমিল্লা জেলা পুলিশের পক্ষে খেলায় সার্বিক সমন্বয় করেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ-নারীনেত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়