শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শেরপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল জনতার হাতে আটক

আরএইচ রফিক : বগুড়ার শেরপুরে মুরগী বহনকারী গাড়ি ও সাউদিয়া বেকারীর সেলসম্যান ওবাইদুল ইসলামের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাইলাগাড়ি এলাকা থেকে মিরপুর ডিএমপি থানার কনস্টেবল আরিফুল ইসলামকে আটক করেছে সাধারণ মানুষ।

জানা যায়, শেরপুর উপজেলার সাউদিয়া বেকারীর সেলসম্যান ওবাইদুল ইসলাম গত সোমবার দুপুর ১২ টার দিকে বেকারীর মালামাল বিক্রি করে শেরপুর ফেরার পথে সিমান্তবর্তি সাইলাগাড়ি এলাকায় পৌছলে একটি ডিসকভার মোটরসাইকেল (নজরুল এন্টার প্রাইজ থেকে কেনা) নিয়ে ২ জন যুবক পথরোধ করে নগদ ৭ হাজার টাকা ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বিকাশের পিন নাম্বার নিয়ে ১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। তার কিছুদিন আগে ভবানীপুর ইউনিয়নের আম্বইল এলাকায় একটি মুরগির গাড়ি ঠেকিয়ে একই কায়দায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই করেছিল এই পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম।

এদিকে ২৮ মার্চ দুপুর ১২ টার দিকে আবারো বেকারীর মালামাল দিতে সাইলাগাড়ি এলাকায় গেলে ওই পুলিশ কনস্টেবলকে ওবাইদুল হক দেখতে পায় সে। এসময় তাকে জাপটে ধোরে সে চিৎকার শুরু করে। পরে এলাকাবাসি ছিনতাই করার অভিযোগে পুলিশ কনস্টেবলকে আটক করে ভবনানীপুর ইউনিয়ন পরিষদে রেখে শেরপুর থানায় খবর দেয়।

শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলামের নির্দেশে এসআই ইকবাল হোসেন ভুইয়া সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

এ ব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ঘটনাস্থল শাইলাগাড়ি রায়গঞ্জ থানার অধিনে হওয়ায় তাকে সেই থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়