শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০২:৫৭ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীরব মোদীকে সামাল দিতে লন্ডন গেল ইডি-সিবিআইয়ের দল

রাশিদ রিয়াজ : আগামী শুক্রবার ব্রিটেনের আদালতে ফের জামিনের আর্জি জানাবেন নীরব মোদী। ভারতের পাঞ্জাব ব্যাংকের সাড়ে ১৩ হাজার কোটি টাকার জালিয়াতিতে জড়িত ও পলাতক এই হীরা ব্যবসায়ীর প্রত্যর্পণ মামলায় স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করতে বৃহস্পতিবার লন্ডন রওনা দিয়েছে দেশটির সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একটি যৌথ দল। দলে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর পর্যায়ের অফিসাররা। এএনআই

গত ১৯ মার্চ লন্ডন পুলিশ গ্রেফতার করে পিএনবি কা-ে সাড়ে ১৩ হাজার কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত নীরবকে। সম্প্রতি অতিরিক্ত চার্জশিট দিয়েছে ইডি। তার ভিত্তিতে নীরবের স্ত্রী অ্যামির বিরুদ্ধেও জারি হয়েছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। প্রয়োজনীয় অন্যান্য নথিপত্রের সঙ্গে অতিরিক্ত চার্জশিটের সেই কপিও নিয়ে যাওয়ার কথা অফিসারদের। এই মামলায় ভারতের প্রতিনিধিত্ব করছে ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস। নীরব এবং তার পরিবারের বিরুদ্ধে পাওয়া নতুন তথ্যপ্রমাণ তাদের হাতে তুলে দেবে ভারতীয় দলটি। ইডি সূত্রের খবর, ২০১৮-র জানুয়ারিতে কোনও মামলা নথিভুক্ত হওয়ার আগেই ভানুয়াতু ও সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার চেষ্টা করেন নীরব। অনুরোধ প্রত্যাখ্যান করে ভানুয়াতু। ইডি অফিসাদের মতে, এই বিষয়টি আদালতে প্রমাণ করতে সাহায্য করবে,

দেশ ছাড়ার পিছনে নীরবের আসল উদ্দেশ্য কী। নীরবের মালিকানার ৬৮টি বহুমূল্য ছবি নিলামে তুলেছে আয়কর দফতর। যা চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে গিয়েছে নীরবের সংস্থা। আয়কর দফতরকে নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। এ দিকে, নীরবের মামা, আর এক ঋণখেলাপি মেহুল চোক্সীর আইনজীবীরা দাবি করেছেন, যে সব সংস্থার বিরুদ্ধে দুর্নীতি মামলা করা হয়েছে, ২০০০ সাল থেকে তাতে চোক্সীর কোনও অংশিদারী নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়