শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ০২:১৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব মিডিয়ায় বনানীর অগ্নিকাণ্ড

সাজিয়া আক্তার : রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত, অনেক আহত ও ভবনের ভেতর আটকা মানুষের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। জাগো নিউজ

যেসব আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়েছে তারা সম্প্রতি পুরান ঢাকার চকবাজার অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদন করেছে, ‘বাংলাদেশে আগুন : ঢাকার বনানীর বহুতল ভবনে ভয়াবহ আগুন’ শিরোনামে। গত মাসে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৮ জন নিহত হওয়ার কথাও উল্লেখ করেছে তারা। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসও আগ্নিকাণ্ডের খবর জানিয়েছে।

আরেক মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন, ভেতরে আটকা অনেক মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে মরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, ডেইলি মেইল, ইন্ডিপেন্ডেন্ট ও ডেইলি স্টার তাদের অনলাইনে ঢাকার বনানীর বহুতল ভবনে আগুনের খবর জানিয়েছে। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘ঢাকার বহুতল ভবনে আগুন, জীবন বাঁচাতে লাফ দিচ্ছে মানুষ’।

কলকাতার দৈনিক আনন্দবাজারসহ হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ইন্ডিয়া ট্যুডে, এনডিটিভিতেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে রাজধানীর বনানী এলাকায় অবস্থিত ২২ তলা ভবনে অগ্নিকাণ্ডের খবর নিয়ে।

তাছাড়া রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি, সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস, তুরস্কের আনাদোলু, ইরানের পার্স ট্যুডে, জার্মানির ডয়েচেভেলেও ঢাকার বনানীতে বহুতল ভবনের অগ্নিকাণ্ডের সংবাদ প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বনানীর আগুনের সঙ্গে গত মাসে চকবাজার অগ্নিকাণ্ডে ৭৮ জন নিহত হওয়ার প্রসঙ্গ টানা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়