শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বাজেটে রিয়েল এস্টেটখাতকে গুরুত্ব দেয়া হবে : অর্থমন্ত্রী

রমজান আলী : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থনীতিতে রিয়েল এস্টেট একটি বড় খাত। তাই আগামী বাজেটে এইখাতকে বেশি গুরুত্ব দেয়া হবে। এইখাতে ভাল সম্ভবনাময় রয়েছে। বিশ্বের সব দেশেই এখাতের গুরুত্ব রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলা নগর এনসিই সম্মেলন কক্ষে সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের সাথে ২০১৯-২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুঁজিবাজারকে একদিকে সরিয়ে দিয়ে দেশের অর্থনীতি চিন্তা করা যায় না। দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পুঁজিবাজারেও আগামী বাজেটে গুরুত্ব দেয়া হবে।

তিনি বলেন, শিক্ষাখাত একটি বড়খাত। এই এখাতে আরো বেশি করে বাজেট বাড়াতে হবে। শিক্ষাখাতে আধুনিকায়ন করতে হবে। এছাড়া শিক্ষার বিস্তার বাড়াতে হবে। শিক্ষিত ছাড়া একটি জাতি আগাতে পারে না। তাই আমাদের উন্নতি করতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে বেশি।

তিনি বলে, নির্বাচনি ইশতেহারকে মূল ভিত্তি হিসেবে বিবেচনায় নিয়ে এবারের বাজেট প্রণয়ন করছে সরকার। এবারের বাজেটে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এছাড়া আগামী বাজেটে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে থাকছে বিশেষ পদক্ষেপ। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং বিনিয়োগ আকৃষ্ট করা এবারের বাজেটের অন্যতম লক্ষ্য।

জানা গেছে, আগামী অর্থবছরের জন্য প্রাথমিকভাবে বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯৫০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকা বা সাড়ে ১৩ শতাংশ বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়