শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বনানীর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সা‌র্ভি‌সের ২২টি ইউনিট, উদ্ধারে সেনা, নৌ ও বিমান বাহিনী (ভিডিও)

সুজন কৈরী ও ইউসুফ আলী বাচ্চু: রাজধানীর বনানী এফ আর টাওয়া‌রে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সা‌র্ভি‌সের ২২টি ইউ‌নিট। বৃহস্প‌তিবার বেলা ১২টা ৫০মি‌নি‌টে এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে। আগুন ছড়িয়েছে পাশের ভবনেও। কাঁচ ভেঙে অনেকেই নিচে নামার চেষ্টা করছে। লাফিয়ে পড়ে অনেকেই আহত হয়েছেন। উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী।

জানা যায়, রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কান নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। নিহত বিদেশি ওই ব্যক্তির নাম নিরস। তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান। এ ছাড়া ঢাকা মেডিকেলে আবদুল্লাহ নামে একজন মারা গেছেন বলে জানানো হয়।

ফায়ার সার্ভি‌সের ক‌ন্ট্রোল রুম থে‌কে জানা‌নো হয়, ১২তলা বি‌শিষ্ট টাওয়া‌রের ৯ তলায় আগুন লে‌গে‌ছে। ফায়ার সা‌র্ভি‌সের সদস্যরা আগুন নিয়ন্ত্র‌ণে কাজ কর‌ছে। বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় যান চলাচল বন্ধ। উপরে যারা অবস্থান করছে তাদের লাফ না দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এছাড়াও আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বালুগ্রামের নজরুল ইসলামের ছেলে পারভেজ সাজ্জাদ (৪৭) বনানী ক্লিনিক, দিনাজপুর জেলার বালিয়াকান্দি উপজেলার আবুল কাশেমের ছেলে মামুন (ইউনাইটেড হাসপাতাল, আমিনা ইয়াসমিন (৪০) (অ্যাপোলো হাসপাতাল)।

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টারে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। সেখানে তিনটি হেলিকপ্টার আগুন নেভানোর কাজ করছে।

এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি) ও মোটরসাইকেল ইউনিটও উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে।

কাচে ঘেরা পুরো ভবনটির বাইরে থেকে কাচ ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরকার ধোঁয়া বের করছেন এবং ল্যাডার দিয়ে আটকেপড়া মানুষজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনছেন।

ভবনের নিচে রাখা হয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। আহতের দ্রুত চিকিৎসা দেয়া হচ্ছে সেখানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রেণে আসেনি। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭ জন নিহত ও বেশ কয়েকজন হতাহতের কথা জানা গেছে।

জানা গেছে, ভবনটিতে দ্যা ওয়েভ গ্রুপ, হেরিটেজ এয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে।

 

 

https://www.facebook.com/somoynews.tv/videos/2272338139683238/

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়