শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৮:১৪ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নিবে বাংলাদেশ সুবিধা বঞ্চিত শিশুরা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ এপ্রিল থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে সুবিধাবঞ্চিত পথশিশুদের অংশগ্রহণে স্ট্রিট চাইল্ড ইউনাইটেড আয়োজিত স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর এতে অংশ নিচ্ছে বাংলাদেশের পথশিশুরাও। ৮ মে পর্যন্ত হবে এই আসরটি।

বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশের ৮ জন শিশু পাসপোর্ট হাতে পেয়েছে। এই ৮ জন সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিনিধিরা হল- সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, রুবেল ও নিজাম হোসেন।

যদিও বাবা মায়ের পরিচয়হীন শিশুদের পাসপোর্ট পাওয়া নিয়ে দেখা গিয়েছিলো বিপত্তি। একটা পর্যায়ে পাসপোর্ট পাওয়া অসম্ভব বলেও মনে হয়েছিলো। তবে শেষ পর্যন্ত সকল জটিলতাকে পাশ কাটিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে শিশুরা।

স্ট্রিট চাইল্ড বিশ্বকাপে বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতের মত মোট ১০টি দেশ অংশ নেবে। ভারত ও শ্রীলঙ্কার শিশুরা তারকা ক্রিকেটারদের তত্ত্বাবধানে বিশ্বকাপের প্রস্তুতি নিলেও বাংলাদেশের শিশুদের প্রস্তুতি খুব একটা জোরালো- এমনটি বলার সুযোগ নেই।

পথশিশুদের বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া ৮ শিশুই ছিল বাংলাদেশের লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) অধীনে। ক্রিকেটের স্বপ্নে বিভোর শিশুরা বোর্ডের তদারকিতে আসার আগে ছিল কেরানীগঞ্জের বছিলায়, লিডো পিস হোমে। পথশিশুদের সেবাদাতা অলাভজনক সংস্থাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ফরহাদ হোসেন অভিভাবক হয়ে আগলে রেখেছিলেন শিশুদের।

অভিভাবকের স্বীকৃতি না থাকায় বেশ ধকল পোহাতে হয়েছে এই শিশুদেরকে। প্রথমে পাসপোর্ট অফিস তাদের ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত মিলেছে ইংল্যান্ড যাওয়ার টিকেট। বিশ্বকাপের মূল আসরের আগে স্ট্রিট চাইল্ড বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে পথশিশুদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও তাদের একত্র করে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেওয়াই স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লক্ষ্য। -বিডিক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়