শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৫:১৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদপত্র যদি শুধু সরকারের প্রশংসা করে তাহলে ত্রুটি ধরতে পারবে না, বললেন মশিউর রহমান

হ্যাপি আক্তার : প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, সংবাদপত্রগুলো ভালো-মন্দ দু’দিকেই খবর প্রকাশ করে। দেশের অর্জন সম্পর্কে যে বিষয়গুলো জানা হয় তা সংবাদপত্র থেকেই। সংবাদপত্র যদি শুধু সরকারের প্রশংসা করে তাহলে সরকারের যে ত্রুটি আছে তা সরকার এবং মানুষ দু পক্ষই বুঝতে পারবে না। অতএব সহনশীল ও ভদ্রতার মাধ্য দিয়ে সরকারের সমালোচনা করবে সংবাদপত্র । দায়িত্বশীল সংবাদপত্র বলতে তাকেই বুঝায় যারা ভারসাম্য বজায় রেখে সংবাদ প্রচার করে। বুধবার রাতে এটিএন নিউজের ‘পলিটিশন’ টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাইরের দুনিয়ায় আদান-প্রদানে দ্বিধাবোধ করি, তা বাদ দিয়ে খোলা মন নিয়ে মুক্ত হতে হবে। যার মধ্য দিয়ে পৃথিবীর সঙ্গে আদান-প্রদান ও জ্ঞান-বিজ্ঞান বিনিময় হবে। আমরা অন্যদের চেয়ে যোগ্যতায় কম নয়। তবে বাইরের সাথে চলাফেরায় ভয় পাই। এই ভয়টিকে কাটিয়ে খোলা মনে চলতে শিখতে হবে তাহলেই অপপ্রচারের যে প্রভাব আছে তা কমে যাবে।

তিনি আরো বলেন, আমাদের অনেক কিছু করার ক্ষমতা আছে। সেই সঙ্গে অনেক প্রতিবন্ধকতাও আছে। তা থেকে বেরিয়ে আসতে হতে হবে। বাইরের পৃথিবী থেকে অনেক কিছু নেয়ার আছে দেওয়ার আছে। এই দেয়া ও নেওয়ার বিষয়টিকে আরো প্রসারিত করতে হবে। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়