শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা কাটেনি, বিকল্প প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ ব্রিটিশ পার্লামেন্ট

সান্দ্রা নন্দিনী : যুক্তরাজ্য পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ব্রেক্সিটের বিকল্প আটটি প্রস্তাবনার কোনও একটিতেও সর্বসম্মত হতে পারেননি ব্রিটিশ এমপি’রা। এরফলে ব্রেক্সিট নিয়ে বিবিসি, সিএনএন, রয়টার্স

আটটি বিকল্প ব্রেক্সিট প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে ইইউ’র সঙ্গে সামঞ্জস্য রেখে গঠিত শুল্ক কাঠামোর ভিত্তিতে ব্রেক্সিট চুক্তি চূড়ান্তের প্রস্তাবটি হারে ২৬৪-২৭২ ভোটে। অন্যদিকে, কোনও ব্রেক্সিট চুক্তিকে সংসদে সমর্থন দেওয়ার আগে গণভোটের মাধ্যমে নাগরিকদের মতামত নেওয়ার প্রস্তাবটি হেরে যায় ২৯৫-২৬৮ ভোটে। এছাড়া, প্রস্তাবগুলোর একটি ছিল চুক্তিবিহীন ব্রেক্সিট বাস্তবায়ন যা হেরেছে ৪০০-১৬০ ভোটে। অন্যদিকে, ইইউ’র সঙ্গে একক বাজার প্রতিষ্ঠার প্রস্তাব হেরেছে ১৮৮-২৮৩ ভোটে। আবার চুক্তিবিহীন ব্রেক্সিট এড়ানোর প্রস্তাব হেরেছে ১৮৪-২৯৩ ভোটে এবং বিরোধীদল লেবার পার্টির প্রস্তাব করা ব্রেক্সিট চুক্তিটি হারে ২৩৭-৩০৭ ভোটে।

আরেকটি প্রস্তাব ছিল, যুক্তরাজ্য ইইউ ত্যাগ করবে কিন্তু ‘ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যসোসিয়েশন’ (ইএফটিএ) ও ‘ইউরোপিয়ান ইকোনোমিক এরিয়া’ (ইইএ)’তে যুক্ত থাকবে, এই প্রস্তাবটি হেরেছে ৬৫-৩৭৭ ভোটে। আবার ‘কন্টিনজেন্ট প্রেফারেনশিয়াল অ্যারেঞ্জমেন্টস’ শীর্ষক আরেকটি প্রস্তাব হরেছে ১৩৯-৪২২ ভোটে।

এরপরও, ভোটের এমন ফলাফলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী স্টিভেন বার্কলে। তিনি মনে করেন, থেরেসা মের প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটিই যে তুলনামূলক সবচেয়েবেশি গ্রহণযোগ্য এই ফলাফলের মাধ্যমে সেটিই প্রমাণিত হয়েছে।

এদিকে, নিজদল কনজারভেটিভ পার্টির সদস্যদের ব্যাপক চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র সঙ্গে তার ব্রেক্সিট চুক্তি পাস হলেই পরবর্তী প্রক্রিয়া শুরুর আগেই পদত্যাগ করবেন তিনি। থেরেসা মে জানান, ‘আমি এই দায়িত্বভার ছেড়ে দিতে প্রস্তুত রয়েছি। তবে তার আগে আমাকে আমাদের দেশ ও দলের জন্য সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। আমি জানি এখানে নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে আর আমিও এতে বাধা হয়ে দাঁড়াতে চাই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়