শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৬:০৫ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর চোখ কাঁচি দিয়ে খুঁচিয়ে নষ্ট করলেন স্বামী

ডেস্ক রিপোর্ট  :  চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাঁচি দিয়ে খুঁচিয়ে স্ত্রীর একটি চোখ নষ্ট করে দিয়েছেন এক ব্যক্তি। আহত ওই নারীর নাম আয়েশা আক্তার (২৬)।

গত সোমবার রাতে উপজেলার ছলিমপুর সিডিএ আবাসিক এলাকার এ ঘটনায় আয়েশা বুধবার সকালে সীতাকুণ্ড মডেল থানায় বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় পুলিশ ইয়ামিন ওরফে রবিন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

আয়েশা আক্তার জানান, তাদের চার বছরের একটি মেয়ে রয়েছে। গত সোমবার রাতে তার স্বামী ইয়ামিন কর্মস্থল থেকে বাসায় ফিরে কর্মস্থলের সমস্যা নিয়ে চিৎকার শুরু করেন। এ নিয়ে আয়েশা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় ইয়ামিন তাকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে কাঁচি দিয়ে আয়েশার বাম চোখে খোঁচা দেন। আয়েশা রাতে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে চাইলেও যেতে দেওয়া হয়নি। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে যান ইয়ামিন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চোখটি নষ্ট হয়ে গেছে বলে জানান চিকিৎসক।

আয়েশা আরও জানান, ওই দিন ইয়ামিন তাকে বাড়িতে নিয়ে আসেন ও জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে গতকাল মঙ্গলবার রাতে আয়েশা এক আত্মীয়কে নিয়ে থানায় গিয়ে বিষয়টি ওসিকে জানান। এরপর ওসি দেলওয়ার হোসেনের নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইয়ামিনকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন। তিনি বলেন, ‘স্বামীর নির্যাতনে আয়েশা আক্তারের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সূত্র আমাদের সময়ঃ

  • সর্বশেষ
  • জনপ্রিয়