শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০২:১৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসার জন্য তিন মাসের জামিনে মুক্তি পেলেন নওয়াজ শরীফ

লিউনা হক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বুধবার সুপ্রিম কোর্টের এক আদেশে দেশের ভেতর চিকিৎসার জন্য ছয় সপ্তাহের জন্য জামিনে মুক্তি পেয়েছেন ।-হিন্দুস্তান টাইমস।

৬৯ বছর বয়সী নওয়াজ শরীফ আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতিতে দায়ের করা মামলায় লাহোরের কট লাখপাত জেলে গত বছরের ডিসেম্বর থেকে কারাবন্দী ছিলেন।

পাকিস্তান মুসলিম লীগ-এন প্রধান নওয়াজ বরাবরই তাঁর অপরাধ অস্বীকার করে আসছেন। তার কন্যা মরিয়ম নওয়াজ জানান যে, তিনি গত কয়েক সপ্তাহ যাবৎ এনজিনা রোগে ভুগছেন। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট বেঞ্চ শরীফের আপিল আবেদন গ্রহণ করে জামিনের। তিনি তাঁর পছন্দমত দেশের ভিতর যেকোন হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। সুপ্রিম কোটের্র নির্দেশে বলা হয়েছে, বেশ কয়েকজন সিনিয়র ডাক্তার সুপারিশ করেছিলেন যে, নওয়াজের মাঝারি পর্যায়ের উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং শ্বাসকষ্টের সমস্যা আছে । সুতরাং, সীমিত সময়ের জন্য তাকে যুক্তিসঙ্গতভাবে জামিনের অনুমতি দেয়া হলো বলে উচ্চ আদালত উল্লেখ করেন । জামিনের জন্য পঞ্চাশ লাখ রুপী জামানত হিসেবে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। ছয় সপ্তাহ পরে চিকিৎসা শেষ করে আবার হাজির হবারও আদেশ দেয়া হয়।

শরীফের পরিবার অভিযোগ করেছে যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদান করছে না । তিনি ২০১৮ সালের জুলাইয়ে এভেনফিল্ড দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত হন এবং পরবর্তীতে সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়