শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি বেঁচে না থাকলেও জবাবদিহিতা মানুষ অবশ্যই আদায় করবে, বললেন ড. কামাল

শিমুল মাহমুদ : ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এই যে ১৬ কোটি মানুষকে একটা প্রহসনের শিকার করছে, তারা কি মনে করছে মানুষ এটা সারা জীবন মেনে নেবে। তাদেরকে কোনো জবাবদিহিতা কোন সময়, কোন দিন, করতে হবে না। আমি বলে দিচ্ছি, আমি বেঁচে নাও থাকলে এইধরনের জিনিসের জবাবদিহিতা বাংলার মানুষ অবশ্যই আদায় করবে।

বুধবার ২৮ মার্চ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে গণফোরাম আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, আমরা সংঘাত চাই না। আমি অতীতের দিকে তাকাতে চাই না, সামনের দিকে তাকাতে চাই। দ্রুত অবাধ নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা করুন। যারা প্রকৃত অর্থে নির্বাচিত তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দেন।

তিনি আরো বলেন, রাতে কি হলো আমরা সব কেউ জানি না, সকালে বললেন সবাইকে অভিনন্দন এই ধরনের নির্বাচন অনুষ্ঠান নয়।

সংবিধান প্রণেতা বলেন, 'আমরা তো প্রকৃত অর্থে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে অবস্থান করছি না। লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, যার বিনিময় সংবিধানে লেখা আছে শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এই বিষয়টা তো শুধু আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে না, এটা শহীদদের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সংবিধান প্রণেতা কমিটির সর্বকনিষ্ঠ সদস্য অধ্যাপক আবু সাঈদ, অর্থনীতিবিদ রেজা কিবরিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়