শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকশালে নয় দেশের গণতন্ত্র হত্যা করা হয়েছিলো জিয়ার সামরিক শাসনামলে, বললেন প্রধানমন্ত্রী

জিয়ারুল হক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস আর কাউকে বিকৃত করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জিয়ার কারণেই দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছিলো। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে গড়ে ওঠা দলগুলো ক্ষমতায় না থাকলে বিলীন হয়ে যায়। বুধবার বিকেলে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় একথা বলেন তিনি। সংসদ টিভি

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সংগঠন সৃষ্টির মূল লক্ষ্যই ছিলো বাঙালি জাতিকে বৈষম্যের হাত থেকে রক্ষা করা। আওয়ামী লীগের শেকড় বাংলার মানুষের মধ্যে ছিলো, তাই সামরিক শাসকরা বহু চেষ্টা করেও এই দলকে ধ্বংস করতে পারেনি। এই সংগঠনকে আরো সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সামরিকবাহিনী ও বেসামরিক ক্ষেত্রের বৈষম্যর চিত্র তুলে ধরে তিনি বলেন, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালির বিরুদ্ধে শোষণ নিপীড়ন চালিয়েছে সংখ্যালঘিষ্ঠ পশ্চিমারা। পূর্ববাংলা থেকে অর্থ নিয়ে পশ্চিম পাকিস্তানের মরুভূমিতে ফুল ফোটানো হতো। এর বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরো বলেন, দেশের মানুষকে স্বাধীনতার চিন্তায় উদ্বুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। আর সে লক্ষ্যে ধাপে ধাপে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাধীনতার দিকে এগিয়েছিলেন তিনি।

বঙ্গবন্ধু কন্যা বলেন, বঙ্গবন্ধু যখন দেশের অর্থনৈতিক মুক্তির জন্য নানা পদক্ষেপ নিতে শুরু করেন তখনই দেশি-বিদেশি চক্র তাকে সপরিবারে হত্যা করেছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়াই ছিলো চক্রান্তকারীদের মূল লক্ষ্য। একটি গোষ্ঠী তখন চাটুকারিতা করে তাদের সহযোগিতা করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর গণতান্ত্রিকভাবে অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্ষমতার লোভে গড়ে ওঠা দল কখনো দেশে গণতন্ত্র দিতে পারে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দলের নেতাকর্মীদের দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্পাদনায় : রেজাউল আহ্সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়