শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয়

কামরুল হাসান : থাই সরকার ও সেখানকার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্যও আহবান জানিয়ে টিপু মুনশি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয়। তিনি আরো বলেন, আমাদের প্রবৃদ্ধি ৮ শতাংশের বেশি।

বুধাবার সকাল ১১টায় হোটেল সোনারগাঁওয়ের ‘গ্র্যান্ড বল’ রুমে ‘টপ থাই ব্র্যান্ডস-২০১৯’ শিরোনামে থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একথা বলেন।

বাণিজ্য মন্ত্রী আরো বলেন, থাইল্যান্ড পর্যটন ও চিকিৎসা সেবায় এগিয়ে রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে পারে। ভিসা জটিলতা দূর করতে মন্ত্রী থাই সরকারের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, ১৯৭৪ সাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বাড়ছে। থাইল্যান্ডের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে থাই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রাইচোক অরুণ পাইরোসকুল, থাই অ্যাম্বাসির মিনিস্টার কাউন্সিলর (কমার্শিয়াল) সুবসাক ড্যাংবুনরুয়াং এবং থাই-বাংলাদেশ চেম্বারের সভাপতি এম শাহজাহান।

মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশি সেসব প্রতিষ্ঠান যারা থাই পণ্য আমদানি করছে অথবা থাই প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে ব্যবসায় জড়িত রয়েছে। মেলায় মোট ৭৬টি প্রতিষ্ঠান তাদের-স্বাস্থ্যসেবা, প্রসাধনী, সৌন্দর্য ও সুস্থতা পণ্য, বেডিং, স্পা, বৈদ্যুতিক সরঞ্জাম, স্টেশনারি, গৃহস্থালি পণ্য, তাজা ফল, খাদ্যদ্রব্য, টেক্সটাইল ও ফেব্রিকস, হ্যান্ডব্যাগ, অলংকার, কনফেকশনারি, জুতা-মোজা, চামড়াজাত পণ্য, সজ্জা সংক্রান্ত পণ্য ও শিশু পণ্য প্রদর্শন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়