শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো ৫দিনব্যাপী দুই বাংলার নাট্যোৎসব

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম : বিশ্ব নাট্য দিবস ও দুই বাংলার নাট্যোৎসব উপলক্ষ্যে কুড়িগ্রামে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর টাউন হল চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে পৌর টাউন হলে মিলিত হয়।

বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের ৫টি নাট্যদল ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কুড়িগ্রাম পৌর টাউন হলে নাটক পরিবেশন করবে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ ৫দিন ব্যাপী দুই বাংলার নাট্যোৎসবের আয়োজন করে। এ উৎসবে বাংলাদেশের রংপুর নাট্যকেন্দ্র, প্রচ্ছদ কুড়িগ্রাম ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকা এবং ভারতের মিউনাস কলকাতা ও সৃজনসেনা শিলিগুড়ি নাট্যদল অংশ নিয়েছে।

২৭ মার্চ কুড়িগ্রাম পৌর টাউন হলে সন্ধ্যা ৭টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে নাট্যোৎসবের উদ্বোধন করবেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য রাজ্জাক মুরাদ প্রমুখ।

২৭ মার্চ লিটু সরকারের নির্দেশনায় ‘কানাই চাঁদের নন্দিনী’ নাটক পরিবেশন করবে রংপুর নাট্যকেন্দ্র, ২৮ মার্চ বিপ্লব সরকারের নির্দেশনায় ‘নামানুষ’ নাটক পরিবেশন করবে প্রচ্ছদ কুড়িগ্রাম, ২৯ মার্চ উৎসব দাসের রচনা ও নির্দেশনায় ‘দূষণ’ নাটক পরিবেশন করবে মিউনাস কলকাতা ভারত, ৩০ মার্চ খোরশেদুল আলমের নির্দেশনায় সৈয়দ শামসুল হক রচিত ‘চম্পাবতী’ নাটক পরিবেশন করবে শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকা এবং পার্থপ্রতিম মিত্রের রচনা ও নির্দেশনায় ম্যানিকুইন ও একুশে অঞ্জলি নাটক পরিবেশন করবে সৃজনসেনা শিলিগুড়ি ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়