শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাকেরগঞ্জে প্রশাসনের শেল্টারে চলছে জুয়া ও লটারি, সর্বশান্ত হচ্ছে যুবসমাজ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : জেলার বাকেরগঞ্জ উপজেলায় আনন্দ মেলার নামে চলছে সর্বনাশা লটারি ও অবৈধ জুয়া। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এ মেলা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি বাকেরগঞ্জ পৌর বনিক সমিত কর্তৃক ৪৫দিনব্যাপী আনন্দ মেলার আয়োজনের জন্য অনুমতি দেয়া হয়। তবে মেলায় ১১টি শর্ত জুড়ে দেয় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। ওইসব শর্ত ভঙ্গ করে জুয়া ও লটারীর রমরমা বাণিজ্য করে আসছে মেলা কমিটি। সূত্রমতে, স্থানীয় ক্ষমতাসীন দলের কতিপয় প্রভাবশালী ও প্রশাসনকে ম্যানেজ করেই জুয়া ও লটারি চালানো হচ্ছে। মেলায় প্রতিদিন লটারির নামে ২০ টাকা করে বিক্রি করা হয় টিকেট। আর আর্কষণীয় পুরস্কারের লোভে সাধারণ মানুষ টিকিট কিনে প্রতারিত হচ্ছে। প্রতিদিন প্রায় শতাধিক অটোরিকশায় এ টিকিট বিক্রি করা হয়। এতে লটারি কর্তৃপক্ষ সাধারণ জনগণকে প্রতারনার ফাঁদে ফেলে প্রতিদিন প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে রাতের আধারে মেলার নামে জুয়া বাণিজ্য চালিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এ জুয়ার মেলা নিয়ে গোটা বরিশালে চলছে আলোচনা ও সমালোচনা।

মেলার অনুমতিপত্রের শর্তে উল্লেখ করা হয়-কোন প্রকার জুয়া, স্যুটিং, লটারি, অশ্লীল নৃত্য, র‌্যাফেল ড্র, সাবান লটারী ও হাউজি কোন ক্রমেই চলতে পারবে না। শর্ত ভঙ্গ করে লটারি ও জুয়ার রমরমার ব্যবসার খবর পেয়ে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম অতিসম্প্রতি হাউজি ও যাত্রাসহ সকল প্রকার অবৈধ স্টল বন্ধ করে দেন। তারপরও কৌশলে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রতিরাতে অনুষ্ঠিত হয় লটারি ও জুয়ার রমরমা বাণিজ্য। ফলে নিঃস্ব হচ্ছে ওই এলাকার যুবসমাজ। যেকারণে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশংকা দেখা দিয়েছে।

ওই এলাকার অভিভাবকরা বলেন, সামনে এইচএসসি পরীক্ষা। এ সময় মেলার নামে জুয়া ও লটারি বন্ধ করা না হলে শিক্ষার্থীদের পড়াশুনায় চরম ব্যাঘাত ঘটবে। বাকেরগঞ্জের সচেতন মহল এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল রেঞ্জের কৌশলী ডিআইজি শফিকুল ইসলামের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ অস্বীকার করে বাকেরগঞ্জ থানার ওসি মোঃ মাসুদুজ্জামান জানান, মেলায় কোন লটারি ও জুয়া চলে না। জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, শর্ত ভঙ্গ করে কোনভাবেই মেলায় হাউজি, র‌্যাফেল ড্র ও জুয়া চলতে দেওয়া হবে না। একই বিষয় নিয়ে জেলা প্রশাসক এসএম আজিয়র রহমান বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়