শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরারকে চাপা দেয়া বাসের সহকারী গ্রেফতার

সুজন কৈরী : রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয়ার সময় সুপ্রভাত নামক বাসটি কন্ডাক্টর মো. ইয়াছিন আরাফাত চালাচ্ছিলেন। তাকে ও হেলপার মো. ইব্রাহিমকে মঙ্গলবার রাতে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বুধবার বেলা ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

তিনি জানান, গত মঙ্গলবার সুপ্রভাত পরিবহনের ঢাকা (মেট্রো-ব-১১-৪১৩৫) বাসটি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় গুলশান থানায় মামলা হয়। বাসের ড্রাইভার সিরাজুল ইসলামকে আটক করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন ভোর পৌনে ৬ টার
দিকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে ছেড়ে আসা সুপ্রভাত পরিবহনটির ড্রাইভার সিরাজুল ইসলাম গুলশানের শাহাজাদপুর বাঁশতলা অতিক্রমের সময় মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরী কলেজের প্রথম বর্ষের ছাত্রী সিনথীয়া সুলতানা মুক্তাকে চাঁপা দিয়ে গুরুত্বর জখম করে। ওই ঘটনায় বাসের যাত্রীরা সিরাজুলকে আটক করে ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করে। পরে উপস্থিত জনতা বাসের ক্ষতি সাধন করতে পারে বিধায় বাসের কন্ডাক্টর ইয়াছিন বাস মালিকের নির্দেশে দ্রুত ঘটনাস্থল থেকে বাস চালিয়ে পালিয়ে যাওয়ার সময় নর্দ্দায় বিইউপি’র ছাত্র আবরারকে বাস চাপা দিয়ে হত্যা করে।

প্রাথমিকভাবে বাস চালক সিরাজ বাস চালিয়ে দুর্ঘটনা সংঘটনের কথা স্বীকার করায় পুলিশ ধারণা করেছিল সেই আবরারকে হত্যা করেছে। সেকারনে পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে আনে। ইতোমধ্যে মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তভার ডিবির কাছে ন্যাস্ত হয়। রিমান্ডে থাকা বাস চালক সিরাজের স্বীকারোক্তিমতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে। কোনধরণের ড্রাইভিং লাইসেন্স/পারমিট না থাকা সত্ত্বেও বাস মালিক ননী গোপাল সরকারের নির্দেশনায় টিকেট চেকার/কন্ডাক্টর ইয়াছিন বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে দূর্ঘটনার মাধ্যমে আবরারকে হত্যা করে। হত্যার করার পরে সে বাসটিকে ফেলে দিয়ে আত্মগোপন করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি (উত্তর) এর ক্যান্টনমেন্ট জোনাল টিম চাঁদপুরের শাহরাস্তির একটি ইটের ভাটা থেকে তাকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মধ্যবাড্ডা এলাকা থেকে সুপ্রভাত বাসের হেলপার ইব্রাহিমকে বুধবার সকালে আটক করে ডিবি উত্তরের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়