শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একের পর এক বিশ্বসংকট রোহিঙ্গাদের অর্থ সাহায্য কমিয়েছে, বললেন ইউএনএইচসিআর এর আঞ্চলিক প্রধান

মারুফুল আলম : ইউএনএইচসিআর এর আঞ্চলিক প্রধান খালিদ খলিফা বলেন, বিশ্ব একের পর এক সংকট মোকাবেলায় ব্যস্ত, তাই রোহিঙ্গাদের জন্য এ বছর প্রয়োজনের তুলনায় কম অর্থ সাহায্যের প্রতিশ্রু তি পাওয়া গেছে। দুঃখজনকভাবে এটাই তাদের অর্থ সাহায্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ভয়েস অব আমেরিকা।

প্রসঙ্গত, জাতিসংঘ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য এ বছর প্রয়োজনীয় আন্তর্জাতিক আর্থিক সহায়তা না পাওয়ায় উদ্বিগ্ন। ইউএনএইচসিআর কর্মকর্তারা বলছেন, ২০১৯-এর জন্য গত ফেব্রুয়ারিতে জেনেভায় দাতাদের বৈঠকে রোহিঙ্গাদের জন্য ৯২০ মিলিয়ন ডলার সহায়তা প্রাপ্তির জন্য জাতিসংঘ আহ্বান জানিয়েছিলো। এ পর্যন্ত এর মাত্র ১৪ শতাংশ অর্থাৎ ১৪৩ মিলিয়ন ডলারের মতো অর্থ সহায়তা প্রাপ্তির প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গত বছর ৯৫১ মিলিয়ন ডলার সহায়তা আবেদনের পরিপ্রেক্ষিতে ৬৪ শতাংশ অর্থ পাওয়া গিয়েছিলো।

শরণার্থী ও অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মুনীর বলেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থার কারণে অভিবাসন ও শরণার্থী বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের রোহিঙ্গা শরণার্থীদের প্রতি মনোযোগ কমছে।
কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এমনটি চলতে থাকলে ভবিষ্যতে অর্থ সহায়তা প্রাপ্তি আরো কমে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়