শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহজ ম্যাচ কঠিন করে জিতলেন ধোনি

ডেস্ক রিপোর্ট : আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর পঞ্চম ম্যাচে ১৪৮ রানের টার্গেটে খেলতে নেমে দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনি বাহিনী।

দলের পক্ষে শেন ওয়াটসন সর্বোচ্চ ৪৪ রান করেন। তার ইনিংসটি ছিল ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো। এছাড়া অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ৩২ রানে অপরাজিত ছিলেন। চেন্নাইয়ের পক্ষে ডিজে ব্রাভো ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া ইমরান তাহির, রবিন্দ্র জাদেজা ও ডিএল চাহার একটি করে উইকেট পান।

দিল্লির পক্ষে অমিত মিশরা ২টি উইকেট শিকার করেন। এছাড়া ইশান্ত শর্মা ও রাবাদা একটি করে উইকেট পান। ম্যান অব দ্য ম্যাচ হন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। এর আগে ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে দিল্লি।

আগের ম্যাচে ঝড়ো ইনিংস (২৭ বলে পরাজিত ৭৮ রান) খেলা রিশব প্যান্ট মাত্র ১৩ বল খেলে ২৫ রান করার পর ব্রাভোর শিকার হন। ব্রাভোকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ডীপ স্কয়ার লেগে শার্দুল ঠাকুরের ক্যাচে পরিণত হন।

দলের হয়ে সর্বোচ্চ ৪৭ বলে সাতটি চারের সাহায্যে ৫১ রান করে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান। তার ফিফটিতে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৭ রান তুলতে সক্ষম হয় দিল্লি কেপিটাল।

চেন্নাই সুপার কিংসের হয়ে ৩৩ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ব্রাভো। এছাড়া একটি করে উইকেট শিকার করেন ইমরান তাহির, রবীন্দ্র জাদেজা ও দীপক চাহার।

সূত্র : যুগান্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়