শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বরে আসছে ফজলুল রহমান বাবুর ‘মাস্তুল’

আবু সুফিয়ান : চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাচ্ছে অভিনয়শিল্পী ফজলুর রহমার বাবু অভিনীত চলচ্চিত্র ‘মাস্তুল’।

এটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান; গল্প ও চিত্রনাট্যও তার। সিনেমাকারের প্রযোজনায় চলচ্চিত্রটি কো-ডিরেক্টর হিসেবে আছেন যুবরাজ শামীম, চিত্রগ্রহণে মোহাম্মদ আরিফুজ্জামান।

৭ মার্চ নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ছবির শুটিং শুরু হয়। এর সিংহভাগ শুটিং হয়েছে চলন্তজাহাজে, শীতলক্ষ্যা থেকে মেঘনার পথে। ২০ মার্চ সিনেমার দ্বিতীয় লটের শুটিং শেষ হয়েছে। শেষ লটের শুটিং আগামী মাসের শুরুর দিকে হবে।

জাহাজীদের গল্প নিয়ে নির্মিতব্য এ চলচ্চিত্রে বুড়ো মকবুলের চরিত্রে দেখা যাবে ফজলুর রহমান বাবুকে।

ছবির গল্প সম্বন্ধে নির্মাতা জানান, একটি তেলবাহী জাহাজে রান্নার কাজ করে বুড়ো মকবুল। জাহাজের সবার মঙ্গল কামনা করে সে। কিন্তু খালাসিরা তাকে মনে করে মালিকের গুপ্তচর, তাই অবজ্ঞা ছাড়া প্রতিদান সে আর কিছুই পায় না। এক বন্দরে জাহাজ ভীড়লে তার সাথে পরিচয় হয় আশ্রয়হীন শিশু নূরার। দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্যতা।

মকবুল নূরাকে তার সহকারী হিসেবে জাহাজে তোলে। কিন্তু নূরাকে কেন্দ্র করে অন্য খালাসিদের সাথে তৈরি হতে থাকে জটিলতা। এক পর্যায়ে মকবুল বাধ্য হয় নূরাকে অনিশ্চিত এক বন্দরে নামিয়ে দিতে, সাথে দিয়ে দেয় তার জীবনের সমস্ত সঞ্চয়।

ফজলুর রহমান বাবু ছাড়াও এতে অভিনয় করেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল , জূুলফিকার চঞ্চল, শিকদার মুকিত, শিশুশিল্পী আরিফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়