শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৭:১০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই মলে গিনেস রেকর্ড গড়া ১০ কোটি টাকা মূল্যের সুগন্ধির বোতল

বাংলা ট্রিবিউন : সুগন্ধি পণ্য শুমুখবিশ্বের প্রাচুর্যময় তথা সবচেয়ে দামি সুগন্ধির দৌড়ে নাম লিখিয়েছে নাবিল পারফিউমস গ্রুপের তৈরি ‘শুমুখ’। তিন লিটার পণ্যটির মূল্য ধরা হয়েছে ১২ লাখ ৯৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৮৭ লাখ টাকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের জনপ্রিয় বিপণি বিতান দুবাই মলে আগামী ৩০ মার্চ পর্যন্ত এর দর্শনীয় বোতলের প্রদর্শনী হবে।

আরবী শব্দ ‘শুমুখ’ অর্থ ‘সর্বোৎকৃষ্টের যোগ্য’। আমিরাতি প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধি। তাদের তিন বছরের গবেষণার ফল এই পণ্য। এজন্য ৪৯৪টি সুগন্ধি পরীক্ষা করা হয়েছে।

নাবিল পারফিউমস গ্রুপ জানায়, সবচেয়ে বেশি হীরা ও রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত সুগন্ধির স্প্রে বোতল হিসেবে ইতোমধ্যে এটি স্থান পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ইতালিয়ান মুরানো থেকে আমদানি করা কাচের বোতলটিতে যুক্ত রয়েছে সোনালি রঙা বাজপাখির মূর্তি, অ্যারাবিয়ান ঘোড়ার মূর্তি, গোলাপের আকৃতি ও পৃথিবীর আদল। এতে দুবাইয়ের গল্প রয়েছে বলে উল্লেখ করে উৎপাদনকারী প্রতিষ্ঠান।

শুমুখের সামনে নাবিল পারফিউমস গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসগর আদম আলিবোতলটিতে তিন হাজার ৫৭১টি হীরার টুকরো (মোট ৩৮ দশমিক ৫৫ ক্যারেট), বিশাল মুক্তা, দুই কিলোগ্রাম ১৮ ক্যারেট সোনা ও পাঁচ কেজির বেশি খাঁটি রুপা ব্যবহার হয়েছে। প্রায় দুই মিটার লম্বা একটি কুশনযুক্ত চামড়ার স্ট্যান্ডের ওপর সাজানো আছে এই বোতল। এসব আমদানি করা হয়েছে বিভিন্ন দেশ থেকে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে কিনতে পাওয়া যায় এমন সুগন্ধির মধ্যে প্রথমে সবচেয়ে দামি ছিল ক্লাইভ ক্রিশ্চিয়ান নাম্বার ওয়ান ইমপেরিয়াল ম্যাজেস্টি। ২০০৫ সালে এই ব্র্যান্ডের ১০ বোতল সুগন্ধি বাজারজাত করা হয়। এর ৫০০ মিলিলিটারের প্রতিটি বোতলের মূল্য ২ লাখ ৫ হাজার মার্কিন ডলার (১ কোটি ৭২ লাখ টাকা)।

২০১১ সালে আমেরিকার ফ্যাশন প্রতিষ্ঠান ডিকেএনওয়াই বাজারে আনে ‘গোল্ডেন ডেলিসিয়াস মিলিয়ন ডলার ফ্র্যাগ্রেন্স বোতল’। হলুদ ও সাদা স্বর্ণসহ এতে ২ হাজার ৭০০ হীরার টুকরো ও ১৮৩টি হলুদ মণিমুক্তা ছিল। বিশ্বের প্রথম মিলিয়ন ডলার সুগন্ধির বোতলের তকমা পায় এটি। এতে ছিল ১০০ মিলিলিটার সুগন্ধি। তবে এটি বাজারে খুব একটা পাওয়া যায়নি। নিলামে এই বোতল বিক্রি থেকে আসা অর্থ দান করা হয় চ্যারিটিতে। যদিও অঙ্কটা জানায়নি ডিকেএনওয়াই।

মোরিয়াল প্যারিসের প্রস্তুত করা ‘লে মন্দ সুর মেজার’ সুগন্ধিগত বছর ফরাসি প্রতিষ্ঠান মোরিয়াল প্যারিস তৈরি করে ‘লে মন্দ সুর মেজার’ নামের পাঁচ লিটারের একটি সুগন্ধি। এর বোতলে ছিল একহাজার হীরা ও দুই কিলোগ্রাম সোনা। এটি বিক্রি হয় ১৮ লাখ মার্কিন ডলারে (১৫ কোটি ১১ লাখ টাকা)।

তবে প্রতি মিলিলিটার অনুযায়ী ‘শুমুখ’ সবচেয়ে দামি সুগন্ধি বলে বিশ্বরেকর্ড দাবি করছে দ্য স্পিরিট অব দুবাই। এ নিয়ে অবশ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এখনও কোনও মন্তব্য করেনি।

এদিকে ১০ লিটার বোতলের নতুন সুগন্ধি প্রস্তুত করছে মোরিয়াল প্যারিস। এতে মোড়ানো থাকবে সোনা, হীরা ও অমূল্য রুবি। প্রতিষ্ঠানটি জানায়, এর মূল্য পড়বে ১ কোটি ৮০ লাখ ডলার (১৫১ কোটি টাকারও বেশি)। প্রতি মিলিলিটারের দাম ১ হাজার ৮০০ মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়