শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৬:০২ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট ভাইকে খুন করে থানায় হাজির বড় ভাই

বাংলা ট্রিবিউন : পারিবারিক বিরোধের জেরে আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে বড় ভাই। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শাহাপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খাঁন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত ছোট ভাইয়ের নাম সুজন আলি (২৭)। তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক বড় ভাই আব্দুল কাদের নিজে সদর থানায় আত্মসমপর্ণ করেছে।

স্থানীয়রা জানান, শাহাপুর গ্রামে আব্দুল হাকিমের দুই ছেলে আব্দুল কাদের ও সুজন আলি মঙ্গলবার রাত ৯টার দিকে বিরোধে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বড় ভাই হাকিম ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই সুজনকে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন সুজন।

জানা যায়, বছর খানেক আগে জমি বিক্রি করে সৌদি আরবে যান সুজন। কিন্তু সেখানে যে চাকরির কথা ছিল, তা না দিয়ে মরুভূমির একটি খামারে কাজ দেওয়া হয় সুজনকে। কষ্ট সহ্য করতে না পেরে ৭ মাস আগে দেশে ফেরেন তিনি। বিষয়টি নিয়ে সুজনের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ সৃষ্টি হতো বড় ভাই আব্দুল কাদেরের।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খাঁন জানান, ছোট ভাইকে হত্যার পর অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় ঘাতক বড় ভাই আব্দুল কাদের। এর দুই ঘণ্টা পর নিজেই সদর থানায় এসে আত্মসমর্পণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়