শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৫:০৮ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২০ সালের শুরুতে মুক্তি পাবে ‘গণ্ডি’

আবু সুফিয়ান রতন : ‘গণ্ডি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে পেরে দারুণ আনন্দিত আমি। শুটিং করতে আগেও বাংলাদেশে এসেছি । কিন্তু এবারই প্রথম কক্সবাজার এলাম। জায়গাটা দারুণ। মুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে বার বার আসতে হবে এখানে। এখানকার মানুষ এত আন্তরিক যে প্রতি মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমি এই সম্মান প্রাপ্য কিনা সন্দেহ আছে’

গড়াই ফিল্ম প্রযোজিত ও ফাখরুল আরেফীন পরিচালিত গণ্ডি ছবির শুটিং করতে সোমবার ঢাকায় এসেছেন কলকাতার ফেলুদাখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। মঙ্গলবার ঢাকা থেকে যান কক্সবাজার। সেখান থেকেই সমকালকে কথাগুলোগুলো বলেন তিনি।

সব্যসাচী আরও বলেন, ‘ফাখরুল আরেফীন ও তার সহকর্মীদের কাজে আমি মুগ্ধ হতে শুরু করেছি। শুটিং শেষে বোধহয় তাদের ফ্যান হয়ে ফিরে যাবো’।

ছবিটিতে সব্যসাচীর সঙ্গে অভিনয় করছেন বাংলাদেশের একুশে পদক পাওয়া জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ছবিটি সম্পর্কে তিনি বলেন, 'গণ্ডি ছবির গল্পটি বেশ ভালো বলেই এতে অভিনয় করতে রাজি হয়েছি। পাশাপাশি ছবিতে আমার সহশিল্পী পশ্চিমবঙ্গের অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তিনি দারুণ একজন অভিনেতা। আশা করছি ভালো একটি কাজ হবে।'

মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দুই নারী-পুরুষের গল্প নিয়ে এগিয়েছে গণ্ডির কাহিনী। অবসরে থাকা এই বয়সে দুই নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়- এসব বিষয় থাকবে ছবিতে।

বুধবার থেকে কক্সবাজারে দ্বিতীয় লটের শুটিং শুরু হচ্ছে গণ্ডির। সপ্তাহ খানেক টানা শুটিং চলবে এখানে। 'গণ্ডি' ছবিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জি। ২০২০ সালের শুরুতে 'গণ্ডি' মুক্তি পাবে বলে জানান পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়