শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনায় ‘মুগ্ধ’ খালেদা জিয়া

বাংলা ইনসাইডার : দ্বিতীয়বারের মতো কারাগারে স্বাধীনতা দিবস উদযাপন করলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা। কারাগারের নিয়মানুযায়ী তাকে আজ উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। তিনি আজ খেয়েছেন পোলাও, মুরগির রোস্ট ও মাংস। তবে ইদানিং তার খাওয়ার রুচি অনেকটাই কমে গেছে। তিনি সামান্যই খাচ্ছেন। কারাগারে আজ তার সারাদিন কেটেছে টেলিভিশন দেখে। আর গৃহপরিচারিকা ফাতেমাসহ কারারক্ষীদের সঙ্গে কথোপকথন করে। টেলিভিশনে আজ সারাদিনই ছিলো স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচি।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনা। এরপর তিনি ছুটে যান ধানমণ্ডি ৩২ নম্বরে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সেখান তিনি যান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, সেখানে তিনি শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন। বিকেলে তিনি ডাকটিকিট উন্মোচন করেন। তারপর তিনি রাষ্ট্রপতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ছুটে যান বঙ্গভবনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই এনার্জি ও স্ট্যামিনা দেখেই অবাক হয়েছেন বেগম খালেদা জিয়া। টেলিভিশন দেখতে দেখতে খালেদা জিয়ার আনমনেই বেরিয়ে এসেছে এতো পরিশ্রম করে কীভাবে? কারাগারের একাধিক সূত্র ও কারারক্ষীদের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তিনি যখন টেলিভিশন দেখছিলেন এবং বিভিন্ন স্মৃতিচারণ করছিলেন, তখন কারাগারের একজন চিকিৎসক বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া সুস্থ আছেন। তার প্রেশার ও অন্যান্য স্বাস্থ্যগত নির্ণায়ক সুন্দরই আছে। তবে তিনি দীর্ঘদিন থাকার কারণে তিনি বিষণ্নতায় ভুগছেন, হতাশায় নানারকম কথাবার্তা বলছেন।

একাধিক সূত্র বলছে, আজ সারাদিনই তিনি তার গ্রেপ্তার ও কারাবরণের জন্য বিএনপির নেতৃ্বৃন্দকে দুষেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা যেভাবে দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, যেভাবে অনুগত কর্মী তৈরি করতে পেরেছেন সেটা তিনি পারেননি। সে ব্যর্থতার মাশুল দিতে হচ্ছে তাকে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলে, বেগম খালেদা জিয়া কারাগারে এটাও বলেছেন যে, ২০০১ সালে ক্ষমতায় আসার পর তার অনেকগুলো ভুল ছিল। সেই ভুলগুলো জানা সত্ত্বেও তিনি শুধরাতে পারেননি। এখন বিএনপি যে পথে চলছে তাতে তিনি হতাশ।

কারাগারের একাধিক সূত্র বলছে, আজ সারাদিন বেগম জিয়ার কারাগারে কেটেছে স্মৃতিচারণ, তার ভুলগুলোর কথা স্মরণ করে এবং তার কী করার উচিৎ ছিলো সেটা মনে করেই। তিনি তার মুক্তির আশা একরকম ছেড়েই দিয়েছেন। তিনি মনে করছেন, চটজলদি তার কোন মুক্তি হবে না। কারাগারেই তার বাকি দিনগুলো কাটবে।

তবে সরকারের সঙ্গে কোন আলোচনা বা তার মু্ক্তির জন্য তিনি কোন উদ্যোগ নেবেন কিনা সে ব্যাপারে অবশ্য তিনি কাউকে কিছু বলেননি। বেগম খালেদা জিয়া এমনিতেই কথা বলেন কম। তাকে কিছু জিজ্ঞাসা করা হলে তার মর্জি হলে তিনি উত্তর দেন। মাঝে মাঝে বিড়বিড় করে নিজেই নিজের কথা বলেন। কারাগারে যারা তার সঙ্গে বিভিন্ন সময় কাটায় তারা কোন প্রশ্ন করলে তার উত্তর পান না। যখন তিনি নিজে স্বপ্রণোদিত হয়ে কিছু বলেন তখনই তার চিন্তাভাবনা এবং হতাশা-দুঃখগুলো জানা যায়। কারাগারে তার আজ দিনটি কেটেছে পুরোপুরি হতাশা এবং স্মৃতিচারণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়