শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০২:৩৬ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৮ সালে বেড়েছে জ¦ালানী চাহিদা, বেড়েছে জলবায়ু ঝুঁকি

আসিফুজ্জামান পৃথিল : গত বছর বিশে^ জ¦ালানী চাহিদা বেড়েছে ২.৩ শতাংশ। একই সঙ্গে সে বছরই বিশ্ব রেকর্ড সর্বোচ্চ গ্রীনহাউজ গ্যাস নিস:রণ করেছে। আন্তর্জাতিক শক্তি এজেন্সি (আইইএ) শনিবার এই তথ্য জানিয়েছেন। এএফপি।

২০১৮ সালে বিশে^র জ¦ালানী চাহিদার ৭০ শতাংশের বেশি এসেছে জীবাশ্ম জ¦ালানী থেকে। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বেড়েছে ৪৫ শতাংশ। তবে সৌর এবং বায়ুশক্তি প্রবৃদ্ধি প্রথমবারের মতো ডাবল ডিজিট ছুঁয়েছে। তবে এই নবায়ণযোগ্য জ¦ালানীগুলো এখনও কয়লা বা অন্যান্য কার্বনজাত জ¦ালানী ব্যবহারের আশেপাশেও নেই। আইইএ-এর নির্বাহী পরিচালক ফেইথ বিরল এএফপিকে বলেন, ‘আমরা ২০১৮ সালে বিশে^ জ¦ালানী চাহিদা অতিরিক্ত বাড়তে দেখলাম, যা এই দশকের মধ্যে দ্রুততম। যদিও নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বেড়েছে, সেইসঙ্গে বেড়েছে কার্বন নিঃসারক জ¦ালানীরও ব্যবহার। আমরা যদি জলবায়ু পরিবর্তন ঠেকাতে চাই, এই বিষয়ে আমাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’

ফেইথ বিরল জানান ২০১৮ সালে প্রথমবারের মতো কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নিঃসরিত কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ ১০ কোটি টন স্পর্শ করেছে। অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রই এক যুগের অনেক বেশি পুরাতন। এসব কেন্দ্র কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণও করে বেশি। এভাবে চলতে থাকলে বিশ^ উষ্ণতা দেড় ডিগ্রির নিচে রাখা অসম্ভব হবে বলে মনে করে আইইএ। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়