শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ

সুজন কৈরী : রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে ১২ বছর বয়সী বৈশাখী নামের এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাকে হত্যার অভিযোগ করে ওই বাসার সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। বাসার কর্তা রিফাত ফেরদৌস একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকেন।

উত্তরা পশ্চিম থানার এসআই দেলওয়ার হোসেন জানান, সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসকের দেয়া প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বৈশাখীর মৃত্যুর খবর ছডিয়ে পড়লে তার আত্মীয়-স্বজন সেখানে ছুটে গিয়ে হত্যার অভিযোগে এলাকার লোকজনকে জড়ো করে বিক্ষোভ করেন। বাসার সামনে বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র জড়ো করে তারা আগুন ধরিয়ে দেন।

ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার কামরুজ্জামান বলেন, বাসার কর্তা রিফাতের দেয়া খবরে পুলিশ গিয়ে একটি কক্ষের দরজা ভেঙে জানালায় ঝুলন্ত অবস্থায় গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। ছুটির দিন হওয়ায় স্ত্রীসহ রিফাত দেরি করে ঘুম থেকে উঠে দেখেন, পাশের ঘরের দরজা ভেতর থেকে লাগানো এবং গৃহকর্মী নেই। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় তারা পুলিশকে খবর দেন। তিনি বলেন, গৃহকর্মীর স্বজনদের অভিযোগ খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়