শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাণ বাঁচাতে বাড়ির ছাদ থেকে বাংলাদেশের পতাকা নামিয়েছিলেন বঙ্গবন্ধুর প্রতিবেশি নাজমা কবির

জিয়ারুল হক : বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ির কাছেই ছিলো লন্ডন প্রবাসী নাজমা কবিরের বাড়ি, ধানমন্ডির ২৯ নম্বর রোড। ৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইট শুরু হলে তিনি পাকবাহীনির যাবতীয় নিষ্ঠুরতা প্রত্যক্ষ করেছেন। বিবিসি বাংলা

২৫ মার্চের ঘটনা বলতে গিয়ে তিনি বলেন, ২৫শে মার্চ ছিলো আমার ছোট বোনের জন্মদিন। তখন আমার বয়সও বেশি নয়। অনুষ্ঠান শেষে সবার ফিরে যেতে কিছুটা দেরিই হলো। আমরাও এক পর্যায়ে ঘুমোতে যাই। হঠাৎ কয়েকজন লোক দরজায় ধাক্কা দিতে লাগলো। তারা আমাদের বাড়িতে আশ্রয় চাইলো এবং আশ্রয়ও পেলো। আব্বা আম্মা ফাঁকে আর্মির নানা আয়োজন কিছুটা আন্দাজ করেছিলেন। তারা অনুমান করলেন বঙ্গবন্ধুর বাড়িতে কিছু একটা ঘটছে অথবা ঘটতে চলেছে। তার বাড়িতে যে আক্রমন হবে তা আমরা ছোটরাও বুঝতে পারছিলাম। আমরা মুক্তিযুদ্ধকালে ৯ মাস আমাদের বাড়িতেই ছিলাম। আমাদের অন্য কোথাও যাওয়ার কোন সুযোগ ছিলো না। ফলে অনেক কিছু প্রত্যক্ষ করেছি।

যাহোক, আমরা নিশ্চিত ছিলাম, হয় বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যাবে অথবা এর চেয়েও খারাপ কিছু ঘটবে।

কেমন ছিলো ২৬ মার্চের সকাল ? বিবিসির এ প্রশ্নে ড. নাজমা কবির বলেন, সকাল হতেই পাক আর্মি মাইকিং করে সকলকে তাদের বাড়ি থেকে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দিলো। পতাকা না নামালে বাড়ি পুড়িয়ে ফেলবে। আমাদের বাড়ির ছাদে টানানো পতাকা আমাকেই নামিয়ে আনতে বললেন আব্বা। তখন ছাদের সিঁড়ি ছিলো না। খুব কষ্টে ছাদে উঠে দেখি আজিমপুর, মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। আমরা জানি না ঢাকা জুড়ে কি হচ্ছে। বঙ্গবন্ধুকে কী মেরে ফেলেছে পাকিস্তানিরা ?

সাধের ও স্বপ্নের পতাকা নামাতে গিয়ে কি অনুভুতি হলো, বিবিসির এ প্রশ্নে ড. নাজমা বলেন, সে অনুভুতির কথা বলে বোঝানো যাবে না। তিনি বলেন, পতাকা উত্তোলনের সময় যে আবেগ ও আনন্দ ছিলো নামানোর সময় মনটা ভীষণ ভেঙ্গে যায়। সে যে কী গভীর কষ্ট। ওই পতাকা আমরা ঘরে বানিয়েছিলাম। সেই স্বপ্ন আমাদের চুরমার হয়ে গেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়