শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে আইএমএফ এর ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

আসাদুজ্জামান সম্রাট : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সংসদ হচ্ছে প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান- যেখানে জনগণের পক্ষে অর্থনৈতিক ও আর্থিকসহ সকল বিষয়ে আলোচনা করা যায়। সংসদ সদস্যগণ নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের পক্ষে ভূমিকা পালন করে থাকেন।

তিনি মঙ্গলবার দিল্লীতে আইএমএফ- সাউথ এশিয়া রিজিওনাল ট্রেনিং এ্যান্ড টেকনিক্যাল এসিস্ট্যান্স সেন্টার (আইএমএফ-এসএআরটিটিএসি) আয়োজিত “ বিল্ডিং ম্যাক্রো ইকোনমিক ক্যাপাসিটি ইন সাউথ এশিয়া” শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে এসকল কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আইএমএফ-সার্টটেকের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধিদলসহ বাংলাদেশের সকল স্তরের জনগণকে শুভেচ্ছা জানানো হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এসএআরটিটিএসি (সার্টটেক) একটি শক্তিশালী প্ল্যাটফরম যেখানে এ অঞ্চলভূক্ত দেশসমূহ আর্থিক নীতি ও কৌশল এবং সামগ্রিক অর্থনীতির সাথে আইএমএফ এর সম্পৃক্ততা ও ভূমিকা সম্পর্কে অবগত হতে পারে। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যে আইএমএফ এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থবাজার উন্নয়নের মাধ্যমে সামষ্টিক অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আইএমএফ নীতি ও কৌশল গ্রহণ করে থাকে।

স্পীকার সংসদ সদস্যদের সমন্বয়ে এ ধরণের সেমিনার আয়োজনের জন্য আইএমএফ’কে ধন্যবাদ জানান। সেমিনারের মাধ্যমে আইএমএফ এর কার্যপরিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যগণ সম্যক ধারনা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল ও ভূটানের সংসদ সদস্যসহ আইএমএফ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ও প্রবন্ধ উপস্থাপন করেন এসএআরটিটিএসি’র পরিচালক সুখেন্দার সিং।

আইএমএফ পার্লামেন্টারী সেমিনারে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: আব্দুস শহীদ এমপি, সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: রুস্তম আলী ফরাজী এমপি, সাগুফতা ইয়াছমিন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি এবং আহসানুল ইসলাম (টিটু) এমপি অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়