শিরোনাম

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ১১:১৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে প্রকাশিত হল মুক্তিযোদ্ধাদের অনন্য দলিল

জিয়ারুল হক : বীরগাঁথা। কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি অম্লান করে রাখার এক অনন্য দলিল। মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো এই দলিলটি। সময় নিউজ

সার্কিট হাউসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে মোড়ক উম্মোচন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। সদর উপজেলার ১০ জন নারীসহ ৩৬৮ জন মুক্তিযোদ্ধার হাতে ফুলেল শুভেচ্ছাসহ তুলে দেয়া হয় সম্মাননাপত্র।
বীর মুক্তিযোদ্ধাদের দু’হাতের ছাপ রয়েছে এই অনন্য দলিলের পাতায়। অমোচনীয় লাল রঙের সেই ছাপ কোনদিন মুছবে না। এমনকি পোকাও কাটতে পারবে না।

বীরগাঁথা নামের ১২ ইঞ্চি প্রস্থের এবং ১৬ ইঞ্চি দৈর্ঘ্যরে অ্যালবামসদৃশ এই দলিলে প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য একটি করে আলাদা পাতা রয়েছে। উপজেলা প্রশাসন, সমাজসেবা ও শিক্ষা দপ্তর এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় জেলা প্রশাসন গ্রন্থটি প্রণয়ন করেছেন। প্রচ্ছদ এবং নাম লেখার কঠিন কাজটি নিজ হাতে করেছেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম।

অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মুন্সী রফিউল আলম, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্ডল ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়