শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখে ফেরার পথে শিশু শিক্ষার্থীর মৃত্যু

সৌরভ কুমার ঘোষ : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে ছমির উদ্দিন (১২) নামে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঝড়ের সময় রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙ্গে ছমির উদ্দিন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া কুড়ারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ছমির উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মহর আলীর পুত্র এবং উপজেলার এ ব্লুম কিন্ডার গার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। সে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিল।

স্থানীয়রা জানান, নিহত ছমির উদ্দিন মঙ্গলবার সকালে তার কয়েকজন সাথী সহ ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে ইসলামপুরে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে হঠাৎ ঝড় শুরু হলে রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙ্গে ছমিরের গায়ের ওপর পরে। স্থানীয়রা ছমিরকে উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.এএসএম সায়েম জানান, গাছের ডাল ভেঙ্গে পড়ে শিশুটি মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করার পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়