শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেল অক্ষত থেকে স্ট্যাম্প পড়ে যাওয়ায় সেটি আউট কিনা নিশ্চিত হতে আইসিসির দ্বারস্থ ক্ষুদে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: ছুটির দিনে পাড়া-মহল্লার ক্রিকেটে সবসময় যে সমস্যা হয় সেটা হলো আউট কিনা তা নিশ্চিত করা। এসব খেলায় অনেক সময় আউটের সিদ্ধান্ত নিয়ে খেলা ভেস্তে যাওয়ার ঘটনায় বেশি ঘটে থাকে। এ রকমই গলি ক্রিকেটের এক বিতর্কিত আউট নিয়ে আইসিসি-র দ্বারস্থ হল পাকিস্তানের এক দল ক্ষুদে ক্রিকেটার।

পাকিস্তানের ওই ক্রিকেটাররা বিতর্কিত আউটের ছবি তুলে পাঠিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র কাছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, তিনটি উইকেটের মিডল উইকেটটি পড়ে আছে মাটিতে। কিন্তু বেল রয়েছে অক্ষত। এই নিয়েই সমস্যায় পড়েছিলো তারা। তাই তারা দ্বারস্থ হয়েছিল আইসিসির।

বেল না পড়ায় আউট কি না তা নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। তবে তাদের অধিকাংশের মতে এটি নট আউট। কারণ অক্ষত রয়েছে বেল।

https://twitter.com/ICC/status/1109772965430857733

কিন্তু আইসিসির নিয়ম অনুসারে এটি আউট। কেন আউট সেই ব্যাখাও দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, আইসিসির রুল ২৯.১.১ অরুসারে কোনও উইকেট যদি ভূপতিত হয়, সে ক্ষেত্রে বেল অক্ষত থাকলেও আউট।

https://twitter.com/ICC/status/1109781124610445313

তবে পাড়ার ক্রিকেটের আউট নিয়ে সরাসরি আইসিসির দ্বারস্থ হওয়া সচরাচর দেখা যায় না। তাই বিরল ঘটনা সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়