শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে মাছের অস্তিত্ব রক্ষা হুমকির মুখে

সাত্তার আজাদ : বর্ষা শেষে শুষ্ক মৌসুমের শুরু থেকে বৃহত্তর সিলেটের হাওর, নদী, খাল-বিলে কারেন্ট জালের পাশাপাশি আরও আট রকম জাল দিয়ে মাছ শিকার করা হয়। নিষিদ্ধ ঘোষিত এসব জাল দিয়ে মাছ শিকারের কারণে বড় হওয়ার আগেই পানির পোনামাছ সব ধরা পড়ে যায়। পরবর্তীতে সেচ করে মা মাছও ধরে ফেলা হচ্ছে। ফলে মাছের অস্তিত্ব রক্ষা হুমকির মুখে পড়েছে। এতে শুষ্ক মৌসুমে সিলেটে মাছের আকাল দেখা দেখা দিয়েছে।

সিলেট জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের হাওর, নদী, খাল-বিলে মাছের প্রজনন বৃদ্ধি ও মাছ রক্ষায় পোনা মাছ ধরার ওপর নিষেদাজ্ঞা রয়েছে। আর তিন সেন্টিমিটারের চেয়ে ছোট ছিদ্রযুক্ত জাল দিয়ে মাছ ধরা বেআইনি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সিলেটের সুরমা, কুশিয়ারা নদীসহ মৌলভীবাজারে হাকালুকি, হাইল, বিয়ানীবাজারে মুড়িয়া, সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে কারেন্ট জাল, কোনা জাল, মশারি জাল, মইয়া জাল, খরচি জাল, ধরা জাল, পোয়াজাল, বিন্দি জাল, কোটা জাল দিয়ে মাছ শিকার করা হয়। এসব জালে পোনা মাছ ধরা পড়ে যায়।

কারেন্ট জাল নিষিদ্ধ থাকলেও এ জাল দিয়ে মাছ শিকার বন্ধ হয়নি। পাশাপাশি কোনা জাল দিয়ে মাছ শিকার করা হয়। এ জালের তিনটি অংশ। জালের শেষ অংশ মশারির মতো। তাই কোনা জালে সহজেই ছোট মাছ ঢুকে পড়ে। কিন্তু বেরুতে পারে না। সুতোর তৈরি মশারির ছিদ্রের চেয়ে ছোট ছিদ্র করে বোনা হয় মইয়া জাল। নদীতে বা হাওরে বেশি পানিতে নৌকা দিয়ে টেনে এ জাল দ্বারা মাছ ধরা হয়। আধ ইঞ্চি লম্বা পোনাও এ জালে ধরা পড়ে। কোটা জালের ছিদ্র কারেন্ট জালের চেয়েও ছোট। ছোট পোনাও এ জাল থেকে রেহাই পায় না। কড সুতোর বোনা ধরা জালের সঙ্গে নোঙ্গর ঝোলানো থাকে। এ জাল নদী বা হাওরের তলদেশে কাদায় ঢুকে যায়। ফলে এ জালের কবল থেকে কাদায় লুকিয়ে থাকা মা মাছও রক্ষা পায় না। খরচি জাল দিয়ে বেড়ার সৃষ্টি করে মাছ শিকার করা হয়। এ জালে আটকা পড়ে পোনা থেকে শুরু করে বড় মাছও।

সিলেট জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ‘পোনা মাছ না ধরার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার পরও লুকিয়ে লুকিয়ে অসাধু জেলে বা ব্যবসায়ীরা এসব জাল দিয়ে মাছ শিকার করে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়