শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ১০:২৪ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইন্ডিজ ক্রিকেটের নতুন সভাপতি রিকি স্কেরিট

স্পোর্টস ডেস্ক : উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি, সহ-সভাপতির নির্বাচন হয়েছে গত গত রবিবার। নির্বাচনে ৮-৪ ভোটের ব্যবধানে হেরে যান ডেভ ক্যামেরন। সহ-সভাপতি পদেও হেরে গিয়েছেন ক্যামেরনের সহযোগী ইম্যানুয়েল নাথান। তিনিও ৮-৪ ব্যবধানে পরাজিত হন।

নব নিযুক্ত সভাপতি রিকি স্কেরিট ছিলেন উইন্ডিজ ক্রিকেট দলের সাবেক টিম ম্যানেজার। সহ-সভাপতি নিযুক্ত হয়েছেন কিশোর শ্যালো। তিনি গ্রেনাডা ও সেন্ট ভিনসেন্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করতেন।

৪৭ বছর বয়সী ডেভ ক্যামেরন গত ছয় বছর ধরে উইন্ডিজ ক্রিকেটের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সাল থেকে তিন বছর করে দুই মেয়াদে মোট ছয় বছর সভাপতি ছিলেন তিনি। তার আগে ক্যামেরন ক্রিকেট বোর্ডটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। উইন্ডিজ ক্রিকেটের সাথে মোট ১৭ বছর জড়িত ছিলেন ক্যামেরন।

নব নির্বাচিত সভাপতি রিকি স্কেরিট উইন্ডিজ ক্রিকেটের মাঠ এবং মাঠের বাইরে ভালো ভাবে সামলানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘সভাপতির দায়িত্ব পেয়ে খুব সম্মানিত বোধ করছি। আমরা উইন্ডিজ ক্রিকেটের মাঠ এবং মাঠের বাইরে সর্বাত্মক উন্নয়নের অঙ্গীকার করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়