শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৯:২১ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তানকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চান লারা

স্পোর্টস ডেস্ক: গত ১৪ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামাকে কেন্দ্র করে ভারত যেখানে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সাথে ম্যাচটি বয়কট করতে চাচ্ছে সেখানে কিনা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা ভারত-পাকিস্তানকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চান। আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে গড়াবে ক্রিকেটের সর্বোচ্চ আসর ওয়ানডে ২০১৯ বিশ্বকাপ। ইতিমধ্যে ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন রথী-মহারথীরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ক্যারিবীয় এই তারকা।

তার মতে, এবারের বিশ্বকাপে ফেভারিট ভারত। তবে ফাইনালটা যদি হয় ভারত-পাকিস্তানের মধ্যে হয়, তাহলে সেটি হবে সবচেয়ে জমজমাট ম্যাচ।

দুবাইয়ে গ্লোবাল এডুকেশন অ্যান্ড স্কিলস ফোরামের এক সম্মেলনে লারা বলেন, ‘বিশ্বের যেকোনো প্রান্তে এখন ভালো খেলার সামর্থ্য রাখে ভারত। তাই আমার কাছে আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়াই ফেবারিট। তবে ভারত-পাকিস্তান ফাইনাল হলে মন্দ হয় না। বছর দু’য়েক আগে চ্যাম্পিয়নস ট্রফিতে যেমন হয়েছিল।’

তিনি মনে করেন এবারের বিশ্বকাপে ফলাফল নির্ধারণে বড় প্রভাব রাখবে ইংল্যান্ডের আবহাওয়া। ক্রিকেটের বরপুত্র বলেন, ‘আসছে বিশ্বকাপটা অনেকটাই আবহাওয়ানির্ভর হতে যাচ্ছে। ইংলিশদের আবহাওয়া নিয়ে কখনই পূর্বাভাস দেয়া যায় না। নিজেদের মাটিতে বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে কিভাবে হারতে হয় সেটা স্বাগতিকরা খুব ভালো করে জানে।’

নিজ দল উইন্ডিজের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে জানতে চাইলে পাকিস্তানের প্রসঙ্গ তোলেন লারা। তিনি বলেন, ‘পাকিস্তান যেবার চ্যাম্পিয়নস ট্রফি জিতল, সেবার আমি মোটেও অবাক হইনি। কারণ, আমি জানি দলটি ভীষণ অধারাবাহিক। তবে ভালো করার মতো খেলোয়াড় থাকাতেই শিরোপা জিতেছে। ওয়েস্ট ইন্ডিজও একদম সেরকম। অনেক বেশি অধারাবাহিক। তবে নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়