শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় বিবস্ত্র করে কিশোরীর ভিডিও ধারণের অভিযোগে ৩ বখাটে গ্রেফতার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে আটকে রেখে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলা শহরের দাতিয়ারা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, দাতিয়ারা এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় (২৬), শামসুজ্জামানের ছেলে বাপ্পী (২৪) ও দক্ষিণ মৌড়াইল এলাকার জাহের মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৮)।

পুলিশ জানায়, সোমবার সকালে সদর উপজেলার বুধল গ্রামের এক কিশোরী তার প্রতিবেশী বন্ধুকে নিয়ে শহরে কেনাকাটা করতে আসে। পরে ফারুকী পার্কে ঘুরতে গেলে বাবুল নামে এক যুবক কৌশলে কিশোরী ও তার ছেলে বন্ধুকে পার্কের পাশে দাতিয়ারা এলাকায় তার বাড়িতে নিয়ে যায়। পরে একটি কক্ষে তাদের আটকে রাখে।

এ সময় বাবুল তার ৩ বন্ধুকে ফোন করে ডেকে এনে ভয় দেখিয়ে ওই কিশোরীকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ধারণকৃত ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে কিশোরীর সঙ্গী তার এক নিকটাত্মীয়কে টাকা নিয়ে আসতে বলেন। বিষয়টি আঁচ করতে পেরে তিনি পুলিশকে জানান। পরে পুলিশ দাতিয়ারার ওই বাড়িতে অভিযান চালিয়ে যুগলকে উদ্ধার এবং তিন বখাটেকে গ্রেফতার করে। এ ঘটনার মূলহোতা বাবুল মিয়া পালিয়ে গেছেন।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়