শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলওয়ামা হামলার পর জম্মু-কাশ্মীরে সিআরপিএফের সুরক্ষায় নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ

দুর্জয় চক্রবর্তী : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সিআরপিএফ সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের বহরে যুক্ত হয়েছে আধুনিক যান। এর মধ্যে রয়েছে মাইন প্রটেক্টেড ভেহিকল (এমপিভি) এবং ৩০ আসনবিশিষ্ট ছোট বাস। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং আইন ও সুশাসন বজায় রাখতে বোম্ব ডিটেকশন ও ডিসপোজাল স্কোয়াডস (বিডিডিএস) এর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। ইয়ন।

সিআরপিএফের ডিরেক্টর জেনারেল আর আর ভাটনাগর বলেন, ‘আমরা কাশ্মীরে আমাদের কাউন্টার-আইইডি সক্ষমতা বৃদ্ধি করছি। আমরা সেখানে আরো বেশি এমপিভি ও বুলেট প্রুফ বাস পাঠাচ্ছি। বড় বাসগুলোকে অস্ত্রসজ্জিত করা বেশ কষ্টকর। এজন্য আমরা ছোট ছোট ৩০ আসন বিশিষ্ট গাড়ি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি।’
বড় বাসগুলোতে অস্ত্র ব্যবহার করা হলে এবং বুলেট প্রুফ কাঁচ ব্যবহার করা হলে এর গতি মন্থর হয়ে যাবে বলে জানিয়েছে সিআরপিএফ। এছাড়াও এর ফলে শুধুমাত্র গুলি থেকে সুরক্ষা পাওয়া যাবে। বিস্ফোরণ প্রতিরোধ করতে বুলেট প্রুফ কাঁচগুলো কোন ভূমিকা পালন করতে পারবে না।

বহরে আরো সংযুক্ত এমপিভি এর আগে স্বল্প পরিসরে নকশালবিরোধী অভিযানগুলোতে ব্যবহার করা হয়। চার চাকার একটি এমপিভিতে ৬ জন ব্যক্তি বসতে পারে। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ সদস্যদের বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪৪ জন নিহত হয়। হামলায় গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ( আইইডি) ব্যবহার করা হয়। সিআরপিএফের পুনেভিত্তিক আইইডি শিক্ষা বিদ্যালয়ে বোমা নিস্ক্রিয় করা বিষয়ক শিক্ষার জন্য আসন সংখ্যা বাড়ানোরও উদ্যোগ নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়