শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আইএসের ৫০ টন সোনা লুট করলো মার্কিন সেনারা’

ডেস্ক রিপোর্ট : সিরিয়ার সদ্য পরাজিত আইএসের নিয়ন্ত্রনে থাকা এলাকা থেকে ৫০ টনের বেশি সোনা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মার্কিন সেনারা। কুর্দি সংবাদ সংস্থা বাস এর বরাত দিয়ে এমন খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়, ইসলামিক স্টেট (আইএস) মুক্ত করার পর ওই সব এলাকা থেকে অন্তত ৫০ টন সোনা লুট করে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মার্কিন সেনারা। সব চেয়ে বেশি সোনা পাচার করা হয়েছে দার এ যোহর এলাকা থেকে। প্রাথমিকভাবে ওইসব সোনা মার্কিন সেনাদের ঘাঁটি কবানিতে পাঠানো হয়।

বিভিন্ন কুর্দি আঞ্চলিক গণমাধ্যমের খবরে বলা হয়, ওই ৫০ টন সোনা ইরাকের মসুল শহরে জঙ্গিদের কাছ থেকে জব্দ করেছিলো মার্কিন সেনারা। এরপর সেগুলো পাচার করে তারা।

স্থানীয় কয়েকজন দাবি করেন, জঙ্গিদের কাছ থেকে মার্কিন সেনারা বিপুল পরিমাণ সোনা জব্দ করে পাচার করেছে। স্বর্ণগুলো বড় বড় বাক্সে করে অন্যত্র নিয়ে যেতে দেখেছেন তারা।

আইএসের কাছ থেকে জব্দ করা স্বর্ণের কিছু অংশ কুর্দি সশস্ত্র দল পিকেকে-কে দেয়া হয়।

এদিকে, যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র সমর্থিত পিকেকে আইএসের ৪০ টন সেনা হস্তগত করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়