শিরোনাম
◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের ◈ পাল্টা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে ইরানের কঠোর হুঁশিয়ারি 

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেল থেকে পাস ৮ হাজার শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট : প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ির ফল পুনঃনিরীক্ষণে ২১ হাজারের বেশি শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে সাড়ে ৮ হাজার, নতুন করে জিপিএ-৫ পেয়েছে সহস্রাধিক শিক্ষার্থী। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পঞ্চম শ্রেণির বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের ২৪শে ডিসেম্বর পিইসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর একমাসজুড়ে মোবাইল এসএমএসের মাধ্যমে পিইসি ও সমাপনী পর্যায়ের ৯৪ হাজার শিক্ষার্থী প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুনরায় ফল মূল্যায়নে আবেদন করে। এসব আবেদনের মধ্যে ৮ম সমাপনী ও ছয় হাজার ইবতেদায়ি শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে কেউ প্রাপ্ত ফল বাড়ানো, কেউ ফেল থেকে পাস করার জন্য আবদেন করে বলে জানা যায়। কর্মকর্তারা জানান, পুনঃনিরীক্ষণ ফলে সমাপনী ও ইবতেদায়ির ২১ হাজার ৩৩৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

নতুন করে এক হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সবচেয়ে বেশি ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে ফল পরিবর্তন হয়েছে। পরিবর্তিত ফলাফলের ওপর ভিত্তি করে পঞ্চম শ্রেণির বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ডিপিইর মহাপরিচালক।

জানা গেছে, গত বছরের ২৪শে ডিসেম্বর পিইসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ছিল ৯৭ দশমিক ৫৯ শতাংশ। জিপিএ-৫ পায় তিন লাখ ৬৮ হাজার ১৯৩ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলেদের মধ্যে এক লাখ ৬১ হাজার ৪১১ জন ও মেয়েরা দুই লাখ ৬ হাজার ৭৮২ জন। এ পরীক্ষায় ২৬ লাখ ৫২ হাজার ৮৯৬ জন পরীক্ষা দিয়ে ২৫ লাখ আট হাজার ৯০৪ জন পাস করে। তার মধ্যে ১২ লাখ ১১ হাজার ৬০০ জন ছাত্র ও ১৪ লাখ ৪১ হাজার ২৯৬ জন ছাত্রী। প্রাথমিক সমাপনী ও ইবতেদায়িতে ছেলেদের পাসের হার ৯৭ শতাংশ ৪৮ শতাংশ, আর মেয়েদের পাসের হার ৯৭ শতাংশ ৬৭ শতাংশ। অন্যদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পায় ১২ হাজার ২৬৪ জন। মোট পরীক্ষার্থী ছিল দুই লাখ ৭৪ হাজার ৯০৭ জন। এর মধ্যে পাস করে দুই লাখ ৬৮ হাজার ৫৫৭ জন। পাস করা পরীক্ষার্থীদের মধ্যে এক লাখ ৩৬ হাজার ৯৮৮ জন ছাত্র ও এক লাখ ৩১ হাজার ৫৬৯ জন ছাত্রী। গত ২২শে নভেম্বর শুরু হয় পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা। শেষ হয় ৩০শে নভেম্বর।
সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়