শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় প্রথম বারের মত বিনম্র শ্রদ্ধায় ’৭১ এর লাখো শহীদের প্রতি নিবেদিত হল স্মরণকালের “লাখো প্রদীপ জ্বালো মহা-সমাবেশ”

আরএইচ রফিক,বগুড়া : বগুড়ায় প্রথম বারের মত বিনম্রশ্রদ্ধায় ’৭১এর লাখো শহিদের প্রতি নিবেদিত হল "লাখো প্রদীপ জ্বালো মহা-সমাবেশ"। জেলা পুলিশ এর ব্যবস্থাপনায় স্মরণকালের আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে স্বাধিনতা দিবসের প্রাক্কালে ২৫ শে মার্চ বগুড়ায় পালিত হল লাখো শহীদ স্মরণে, লাখো প্রদীপ জ্বালো মহা সমাবেশ ।

জেলা পুলিশ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া এবং বিভিন্ন পেশাজীবি ও শ্রমজীবি সংগঠনের আয়োজনে ২৫ মার্চের নৃশংস হত্যাকান্ডকে গণহত্যা দিবস হিসাবে পালনের লক্ষে লাখো মানুষের উপস্থিতিতে সন্ধ্যায় প্রজ্জলিত করা হয় ’লাখো প্রদীপ’।

শহরের ঐতিহাসিক আলতাফেুন্নেছা খেলার মাঠ ও একাই সাথে বগুড়া জেলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মরণকালের আয়োজনের মধ্যদিয়ে মহাসমাবেশে মোমবাতি প্রজ্জলিত করেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এ্যাডমিন ও অপস) মুহা: মোখলেছার রহমান বিপিএম (বার)। এসময় উপস্থিতি ছিলেন, বগুড়ার জেলা প্রশাসক মুহা: ফযেজ আহম্মদ, বগুড়ার পুলিশ সুপার মুহা: আলী আশরাফ ভূঞাঁ বিপিএম(বার)।

এসময় সরকারি আধা সরকারি, শায়েত্ব শাষিত সংগঠন, জেলা আওয়ামী লীগ বিভিন্ন পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক ও হাজার হাজার শিক্ষার্থীদের উপস্থিতিতে লাখো প্রদীপ প্রজ্জলিত করা হয় ।

৭১’এর ২৫মার্চের কালো রাতে প্রথম প্রহরে সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জল অবদান ও মুুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ বগুড়া জেলা স্কুল মাঠ, মাটিডালী সদর উপজেলা চত্বর হোটে মম ইন ক্যাম্পাস সহ বিভিন্ন উপজেলার প্রায় ২০টি স্থানে একই সাথে ২৫ মার্চ সন্ধ্যায় সকল শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধায় এক যোগে প্রজ্জলিত করা হয় লাখো প্রদীপ। এসময় সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের করেন।

এসময় প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি (এ্যাডমিন ও অপস) মুহা: মোখলেছার রহমান বিপিএম (বার) বলেন, একাত্তরে ২৫ মার্চের কাল রাতে পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার চিত্র সবার সামনে তুলে ধরতে এই আয়োজনকে আরো বেগবান করুন। তিনি বলেন, ২৫মার্চের কালরাতে পুলিশ, সৈনিক সহ বিভিন্ন নিরীহ বাঙ্গালীর উপর পরিচালিত এমন গণহত্যার নজির পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই।

প্রধান অতিথি এই দিনে আত্মত্যাগকারী পুলিশ বাহিনীর সদস্য মুক্তিযোদ্ধা সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন। এসময় তিনি ২৫ মার্চের কালরাতে আত্মোৎসর্গকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাদের আত্মত্যাগের মহিমাকে বুকে ধারণ করে সবাইকে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহবান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার আশরাফ আলী ভূঞা বিপিএম (বার )। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক মুহা: পয়েজ আহম্মদ। আরো ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ড. মোকবুল হোসেন সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু সহ মুক্তিযোদ্ধা কমান্ডের নেতারা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়