শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে সাংবাদিক সোহেল রানার ওপর হামলার ঘটনায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে মাইটিভির শ্রীপুর প্রতিনিধি সোহেল রানা পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি।

সোমবার ফোরামের দপ্তর সম্পাদক এস এম নূর মোহাম্মদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। ফোরামের সভাপতি জি এম ফয়সাল আলম ও সেক্রেটারি রাশেদুল হক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের সন্ত্রাসী হামলা খুবই নিন্দনীয় ও উদ্বেগজনক। এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। নেতৃবৃন্দ হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান।

এর আগে ২৪ মার্চ রোববার রাত নয়টার পর গাজীপুরের শ্রীপুর (মাওনা চৌরাস্তা) এলাকায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ আলম রবিনের বাসায় হামলার চালানো হয়। সে সময় ছবি তুলতে গেলে ছাত্রলীগ নেতা ফাহিম ও তার ক্যাডার বাহিনী হঠাৎ তার ওপর হামলা চালায়। এমনকি যে মোবাইল দিয়ে ছবি তোলা হচ্ছিল তাও ছিনিয়ে নেয়া হয়।

সাংবাদিকের ভাই আমানউল্লাহ জানান, তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তার উপরও চড়াও হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় সোহেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়