শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০১৯, ০২:১৫ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০১৯, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবাডির গৌরব ফেরাতে ফেডারেশনের নানা উদ্যোগ

ইসমাইল ইমু : কাবাডি ফেডারেশন দেশজুড়ে কাবাডিযজ্ঞ শুরু করেছে। উদ্দেশ্য তৃনমূল পর্যায় থেকে প্রতিভাময় কাবাডি খেলোয়াড় তুলে আনা। এ লক্ষ্যকে সামনে রেখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় কাবাডি ফেডারেশনর গত ২০ মার্চ থেকে দেশের সকল উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু করে। প্রথমে ইউনিয়ন পর্যায় থেকে বাছাই পর্ব শুরু হয়। এরপর উপজেলা। ২৬ মার্চ দেশের সকল উপজেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও দক্ষিন এশিয়া কাবাডি ফেডারেশনের সহসভাপতি পুলিশের ডিআইজি (প্রশাসন) মো. হাবিবুর রহমান প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। আমরা ছোটবেলা গ্রামে কাবাডি খেলেছি। ওই সময় গ্রামে খুব জনপ্রিয় এই কাবাডি খেলা তার হৃত গোরব হারাতে বসেছে। শহরের কোলাহল মুখরিত পরিবেশে নতুন প্রজন্ম কাবাডি সম্পর্কে খুব একটা জানে না। নগর জীবন ও বর্তমান প্রজন্মের কাছে কাবাডিকে পরিচয় করিয়ে দিতেই উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনে সহায়তার হাত বাড়ানোর জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মন্ত্রীকে ধন্যবাদ দিয়ে তিনি আরো বলেন, সেদিন আর বেশি দুরে নেই- যেদিন বাংলার দামাল ছেলেরা আন্তর্জাতিক অঙ্গন থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে আসবে। ফিরিয়ে নিয়ে আসবে হারানো গৌরব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়