শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভর

সাইফুল বাতেন টিটো: যারা ভয়ের গল্প পছন্দ করেন, যাদের পড়তে পড়তে শিহরিত হতে ভালো লাগে তাদের জন্য কায়েনাত আহমেদ লিখেছেন এক অদ্ভুত রোমাঞ্চকর বই ‘ভর’। লেখকের মুক্তিযোদ্ধা বাবাকে উৎসর্গ করা বইটিতে রয়েছে রক্ত হিম করার মতো পাঁচটি গল্প। সহজ সাবলিল বর্ণনায় বইটি লিখলেও এর প্রতিটি গল্পেই রয়েছে এক গা ছমছমে অনুভুতি যা আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম জগতে।

পারিবারিক সম্পত্তি বুঝে পেতে নিজের জন্মভিটায় গিয়ে এক অদ্ভুৎ অভিজ্ঞতার মুখোমুখি হয় ‘অভূতপূর্ব’ গল্পের বর্ণনাকারী নায়রার পরিবার। সেখানকার চেনা মানুষগুলোকে কেমন যেন অচেনা লাগে। মনেহয় তারা এই পরিচিত জগতের কেউ নয়। বিদ্যুৎহীন পুরানো আমলের বাড়িতে একে একে ঘটতে থাকে অদ্ভুৎ সব ঘটনা। চোখের সামনে ঘটে যাওয়া অনেক ঘটনার কেউ খুঁজে পায় না কোন পার্থিব যুক্তি। একদিন খাবার টেবিলে যে দৃশ্য নায়রার চোখে পড়ে তা আপনার হাড়কে হিম করে দেবে।

বাবা মায়ের পছন্দে ইব্রাহিমের বিয়ে হয় অভিজাত পরিবারের মেয়ে আয়শার সাথে। কিন্তু বাসর রাতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা এলোমেলো করে দেয় ইব্রাহিমের জীবন। নিজের স্ত্রীর মধ্যে দেখতে পায় অন্য কারো কালো ছায়া। বইয়ের নামের গল্প ‘ভর’-এ যেন প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে এক আত্মহত্যাকারী নর্তকী। কোনভাবেই ছেড়ে যেতে চায়না তার ভালোবাসার আয়শাকে। সুন্দর পরিপাটি অভিজাত সমাজেও যে অনেক নৃশংস ঘটনা ঘটে তাই লেখক ফুটিয়ে তুলেছেন এই গল্পে যা আপনাকে একাধারে করবে রোমাঞ্চিত অন্যদিকে এটাও মনে করিয়ে দেবে ‘পাপ করে বাপ-ভাই সুখে সেই পাবে নয় ঘর ভোগে’।

হতদরিদ্র ষাট বছরের বৃদ্ধ বেঁচু মল্লিক দারিদ্র্যের কষাঘাত থেকে বাঁচতে চাকরি নেয় ‘মর্গান লজ’-এ। তার চারির প্রথম দিনেই আত্মহত্যা করে বাড়ির সাহেব। কিন্তু সেই নিহত সাহেবকেই আবার দেখতে পায় বেঁচু মল্লিক। অদ্ভুত দোটানায় পড়ে যায় সে। খুঁজতে থাকে চাকরীদাতা নিমাই বাবুকে। বেঁচু মল্লিক বুঝতে পারে না সে কি কোন মানুষের বাড়িতে চাকরি নিয়েছে না অন্য কোন জগতের অন্য কারো বাড়িতে।

রাতে একটি কালো ছায়া জীবন অতিষ্ট করে তোলে ধারা’র। ধীরে ধীরে অসুস্থ হয়ে যেতে থাকে সে। মৃত্যু ঘনিয়ে আসে ধারা’র। ‘বাণ’ গল্পটিতে ফুটে উঠেছে পারিবারিক এক নৃশংসতার চিত্র। এক অপশক্তিকে কাজে লাগিয়ে ধারাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে তারই পরিচিত কেউ।

সম্ভ্রান্ত জমিদার পরিবারের পারিবারিক দ্বন্দ সংঘাত নিয়ে গল্প ‘অভিশাপ’। লোভে পড়ে একটি হত্যাকান্ডে ঘটায় গল্পের নায়ক তইমুর উদ্দিনের তিন বখে যাওয়া শালা। যেন দেখেও না দেখার ভান করেন ন্যায়বান নীতিবান বলে পরিচিত তইমুর উদ্দিন। আদালতে মিথ্যে স্বাক্ষ্য দানের ফলে বিচার পান না নিহতের পরিবার। নিহত সুনীতি বাবুর আত্মা যেন আর পিছু ছাড়তে চায় না তইমুর উদ্দিন সর্দারের।

আজকাল একবসায় পড়ে ওঠার মতো বই লিখিত হয়না বললেই চলে। কিন্তু ‘ভর’ গল্পগ্রন্থটি পাঠকের সেই ভাবনাকে দূর করে দিতে পারে বলে আমি মনে করি। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের একটি দূর্ণাম রয়েছে যে তারা বাংলার ধারধারে না, বাংলা লিখতে বা পড়তে তারা অভ্যস্ত নয়। এমন ধারণাকে উড়িয়ে দিয়েই ইংলিশ মিডিয়ামের ছাত্রী কায়েনাত আহমেদ লিখে ফেলেছেন দূর্দান্ত রহস্য গল্পের বই ‘ভর’। তাঁর লেখার ভাষা যেমন সাবলিল তেমনি গল্পের প্লটও অসাধারণ। ‘ভর’ লেখকের প্রথম বই বলে সামন্য দোষ ত্রু টি রয়ে গেছে তা অস্বীকার করবো না। শব্দ চয়ন ও বিষয়বস্তু নির্ধারণের বিষয়ে লেখককে আরো মনোযোগী হওয়া উচিৎ বলে আমি মনে করি। তবে শেষে একটা কথাই বলব কায়েনাত আহমেদের প্রথম বই ‘ভর’ কিনে পাঠক হতাশ হবেন না এ কথা নিঃসন্দেহে বলা যায়।

৮৮ পৃষ্ঠার বইটি ‘অমর একুশে বইমেলা ২০১৯’ এ প্রকাশ করেছে বর্ষাদুপুর প্রকাশনি। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। বইটি কিনতে গেলে পাওয়া যাবে শতকরা ২৫টাকা ছাড়। অনলাইনে কিনতে চাইলে পাওয়া যাবে রকমারি ডট কমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়