শিরোনাম

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৫:০৯ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাহিম আশরাফকে বিশ্রামে দিয়ে অজিদের বিপক্ষে শেষ তিন ওয়ানডের স্কোয়াড ঘোষনা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ তিন ম্যাচের জন্য স্কোয়াড ঘোষনা করেছে পাকিস্তান। এই স্কোয়াডে বাদ দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটার ফাহিম আশরাফকে।

পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজকে বিশ্বকাপের আগে পাকিস্তানের পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। এই সিরিজে দলের সিনিয়র ক্রিকেটার ও অধিনায়ক সরফরাজ আহমেদকেও বিশ্রাম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরফরাজের অনুপস্থিতিতে অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিকই গুরুত্বপূর্ণ এই সিরিজে দলকে নেতৃৃত্ব দিচ্ছেন।

ফাহিম আশরাফকে বিশ্রাম দেওয়ার মূল কারণ বিশ্বকাপের আগে দলের পেস বোলিং ইউনিটকে তরতাজা ও সুস্থ রাখা। যদিও অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হওয়া পাকিস্তানের এমন সিদ্ধান্ত অনেকের প্রশ্নের মুখে পড়েছে।

শেষ তিন ওয়ানডের পাকিস্তান স্কোয়াড: শোয়েব মালিক (অধিনায়ক), শান মাসুদ, ইমাম উল হক, হারিস সোহাইল, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, আবিদ আলী, সাদ আলী, উমর আকমল, জুনাইদ খান, ইয়াসির শাহ, উসমান শিনওয়ারি, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ হাসনাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়