শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৩:৪৪ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ মার্চ রাত : মেঝেতে বিছানা করে শুতে হয়েছিলো গোলাগুলির ভয়ে

ড. সৈয়দ আনোয়ার হোসেন : একাত্তরের ২৫ মার্চ রাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নবীন শিক্ষক, মহসিন হল-এর সহকারী আবাসিক শিক্ষক। মহসিন হল-এ আমার ছোট একটি বাসা ছিলো। মহসিন হলে রাত সাড়ে দশটার একটু পরে খেতে বসেছি যখন তখন প্রথমে গোলাগুলির শব্দ পেলাম। গোলাগুলির শব্দটি ক্রমেই বাড়তে থাকলো। খাওয়াটা কোনোরকমে শেষ করেছি। সারারাত গোলাগুলি, ঘুম হলো না। মেঝেতে বিছানা করে শুতে হলো গোলাগুলির ভয়ে।

রাত আড়াইটার দিকে মহসিন হল-এর পাশ দিয়ে মাইকে কিছু প্রচার হলো, যা বুঝলাম সারাদিন সান্ধ্য আইন জারি থাকবে, ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হলো। পরদিনও সারাদিন গোলাগুলি চললো। কোথায় হচ্ছে এই গোলাগুলি তখন বুঝিনি। পরে জেনেছি যে, ইপিআরের সদর দপ্তর পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনে গোলাগুলি হয়েছে। দুপুরের দিকে নয়া বাজারের দিক থেকে আগুন ও ধোঁয়ার কু-লী উড়তে দেখলাম। পরে শুনেছি নয়া বাজারের কাঠের আরত পুড়িয়ে দেওয়া হয়েছিলো। এর মধ্যে দুপুর বেলায় আমার বাসার জানালা দিয়ে রেললাইনের দিকে তাকিয়েছিলাম, আজকের কাঁটাবনের রাস্তাটি ছিলো রেললাইন, দুই দ্বারে বস্তি। আমি দেখলাম, একজন তরুণ, যার বয়স ২৪ বা ২৫ বছর হবে। তাকে সেনাবাহিনীর লোক ধাক্কা দিতে দিতে রেললাইনে ফেলে দিলো। ছেলেটি হাত জোর করে কিছু বলছিলো, ঠিক ওই মুহূতেই বেয়নট চার্জ করা হলো তার বুকের ওপরে। দৃশ্যটি ছিলো খুবই হৃদয়বিদারক। এমন দৃশ্য আমি জীবনেও দেখিনি। মাথাটা ঘুরে যাচ্ছিলো, বসে পড়ি। এভাবে ২৬ তারিখ কাটল উদ্বেগ-উৎকন্ঠায়। ২৭ তারিখ সকালে ২ ঘন্টা সান্ধ্য আইন প্রত্যাহার করা হয়েছিলো। আমি পথে বের হয়েছিলাম কিছু বাজার করে আনব। কিন্তু যখন মহসিন হল-এর মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম, কিছু মানুষ জটলা করে আছে। গিয়ে দেখি প্রায় ৬টি মৃতদেহ পড়ে আছে। রাতে গরিব মানুষেরা… বারান্দায় ঘুমাত, তাদের ওপর গুলি করা হয়েছে। ওখানে শুনলাম ইকবাল হল-এর… এখানে ওখানে ছড়িয়ে আছে ছাত্রদের লাশ। শুনলাম, ড. মনিরুজ্জামানকে হত্যা করা হয়েছে। আর জগন্নাথ হল-এ অসংখ্য ছাত্রকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে। কারও হাত, কারও পা বের হয়ে আছে। এসব শোনা ও দেখার পর আর আমার বাজার করা হয়নি। আমি আমার মহসিন হল-এ ফিরে আসি।
পরিচিতি : ইতিহাসবিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়